‘ঘুন’ ধরেছে সম্পর্কে

কাঠে ঘুন ধরে, শরীরে ঘুন ধরে, ঘুন ধরে সম্পর্কেও। এবার সেই সম্পর্কের ঘুন ধরাকে কেন্দ্রে রেখেই তৈরি হচ্ছে বাংলা ছবি ঘুন। অনেক সম্পর্কের মিশেলে তৈরী হচ্ছে এই ছবি। রয়েছে বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ, রয়েছে স্বামী-স্ত্রীর মধ্যেকার থিতিয়ে যাওয়া সম্পর্কের সমীকরণ, পাশাপাশি লিভ-ইন সম্পর্কের সমীকরণ। আরও আছে। শারীরিক চাহিদা মেটানোর যোগ-বিয়োগ খেলা। এই নানাবিধ সম্পর্কের সরেজমিনে বিচার বিশ্লেষণ দিয়েই ‘ঘুন’ বানাচ্ছেন পরিচালক শুভ্র রায়।

ghoondirector

                              পরিচালক শুভ্র রায়

গল্প যতদূর জানা যায় তা হল- বিক্রম স্ত্রী মারা যাওয়ার পর শারীরিক চাহিদা মেটাতে কর্মচারী পুনমের সঙ্গে মেলামেশা শুরু করে। ওদিকে পুনম লিভ-ইন করে জয়ের সঙ্গে। জয় পুনমকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। কারণ পুনম পদোন্নতির জন্য যা খুশি তাই করতে পারে। জয় পরিচালক হতে চায়। তাই সে চাকরিও ছেড়ে দেয়। ওদিকে জয়ের জীবনে হাজির হয় বিনীতা। সে সন্তানহারা এক ডাক্তারগিন্নী। ডাক্তার স্বামী অমিত তার কষ্ট বোঝে না। সে ভীষণ প্র্যাক্টিকাল। বিনীতার ইমোশনকে গুরুত্ব দিতে শুরু করে জয়। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। বিক্রমের মেয়ে সিমি অভিনেত্রী হতে চায়। আর তাতে রাজি নয় বিক্রম। সুতরাং নানা দিকের গল্প নিয়ে আসছে ‘ঘুন’ বিক্রম, জয়, পুনম, অমিত, বিনীতা, সিমি এদের সকলের জীবন ছবিতে কোথায় গিয়ে মিলিত হয় সেটাই দেখার। একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু প্রত্যেকের জীবনের ক্রাইসিস এক্কেবারে আলাদা। এই গোটা বিষয়টিকে পরিচালক কী ভাবে এক জায়গায় বাঁধবেন তা জানতে হলে ছবির মুক্তি অবধি অপেক্ষা তো করতেই হবে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস (জয়), অনুষা বিশ্বানাথন (সিমি), পৌলমী দাস (পুনম), সমদর্শী দত্ত (অমিত), ডাঃ কৌশিক ঘোষ (বিক্রম) সহ আরও অনেকে।

ছবির মুক্তির দিন জানা যায়নি এখনও।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...