অনলাইনে এবার মিলতে চলেছে গোময় ও গোমূত্র

নেট দুনিয়ায় সবই যখন পাওয়া যাচ্ছে তখন আর পুজোর অন্যতম উপাচার গোময় এবং গোমূত্র বাদ যাবে কেন? এবার থেকে একটি সংস্থা অনলাইনে গোময় ও গোমূত্র বিক্রির ব্যবস্থা করেছে। তাই বিশ্বের যেকোনো জায়গা থেকে মোবাইলের বাটন ক্লিক করেই আপনি পেতে পারেন গোময় এবং গোমূত্র। মূলত গতিশীল জগতের সঙ্গে তাল রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। যদি কলকাতা শহরের কথা ধরি তাহলে দেখা যাবে এখন শহরের কোনও স্থানে গরু বা গোয়াল নেই। তাই পুজোর সময় গোময় এবং গোমূত্রের জন্য হিন্দুদের বেশ সমস্যায় পড়তে হয়। বহু খোঁজ করেও হাতের নাগালে গোময় ও গোমূত্র পাওয়া যায়  না। তাই অনলাইনে গোময় ও গোমূত্র পেলে বাঙালির যে খুব সুবিধা হবে তাতে কোনো সন্দেহ নেই। তাই প্যাকেট করে গোময় ও গোমূত্র অনলাইন এর মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেছে একটি সংস্থা। তাদের লক্ষ্য সারা বিশ্বে যত হিন্দু, বিশেষকরে বাঙালি আছেন, যাঁরা পূজা করেন, তাদের কাছে প্যাকেটজাত গোময় ও গোমূত্র পৌঁছে দেওয়া ।

এক সময় কলকাতার বিভিন্ন বাড়িতে ঘুঁটের ব্যবহার ছিল উনুন ধরানোর জন্য। অনেকের বাড়িতে গরু ছিল। তাই গোময় আর গোমূত্র পেতে অসুবিধা হত না। কিন্তু গ্রাম কমে শহরের সংখ্যা রোজই বাড়ছে। পৌর আইন অনুযায়ী শহরে গরু রাখা এখন নিষিদ্ধ। তাই পুজোর জন্য অতি প্রয়োজনীয় এই গোময় এবং গোমূত্র এখন হাতের নাগালের বাইরে চলে গেছে। তবে অনলাইনে যখন সবই পাওয়া যাচ্ছে তখন আর গোময় এবং গোমূত্র বাকি থাকে কেন? পুজোর এই প্রয়োজনীয় উপাচারটিও তাই এবার মিলতে  চলেছে অনলাইনে।

এই প্রসঙ্গে ভারতীয় পুরোহিত কল্যাণ সংঘের প্রাক্তন সভাপতি কমলকৃষ্ণ বটব্যাল বলেন, "যাঁরা ভক্তি সহকারে পুজো করেন, তাঁদের কাছে গোময় ও গোমূত্র অতি দরকারি বস্তু। তাই অনলাইন যখন সবই পাওয়া যাচ্ছে তখন এই দুটো জিনিস পেলে তো ভালোই হবে। শহরে, দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে যাঁরা রয়েছেন, যাঁরা ভক্তি সহকারে পুজো করেন তাদের তো লাভ হবে।"

জানা গেছে গোময় ঘুঁটের মতো করে প্যাকেটজাত ভাবে অনলাইনে পাওয়া যাবে। ৫ টির প্যাকেট ২০ টাকা ও ৩০টির  প্যাকেট ১০০ টাকা দামে পাওয়া যাবে। তাহলে এবার পুজো করতে আর কারও গোময় এবং গোমূত্রের অভাব হবে না।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...