ট্রেনে সুদীর্ঘ পথ ভ্রমণ কালে অনেক যাত্রীরাই বিরক্ত বা ক্লান্ত বোধ করে থাকেন। রেল যাত্রীরা যাতে বিরক্ত বোধ না করেন সেই জন্য ভারতীয় রেল কর্তৃপক্ষ আনছে এক বিশেষ ব্যবস্থা। যাত্রা পথে কোনো স্টেশনে ট্রেন থামলে অথবা ট্রেন লেট করলে দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করার একঘেয়েমি দূর করতে যাত্রীদের জন্য আসছে এক নতুন অ্যাপ। স্টেশনে অপেক্ষা কালে যাত্রীদের বিনোদনের জন্য থাকছে নানা খবরাখবর ও এন্টারটেনিং প্রোগ্রাম। যা দেখতে হলে যাত্রীদের ইনস্টল করতে হবে একটি বিশেষ অ্যাপ।
সূত্রের খবর ভারতীয় রেল কর্তৃপক্ষ আনতে চলেছে একটি ফ্রি এন্টারটেনমেন্ট অ্যাপ। এই অ্যাপের সাহায্যে যাত্রীরা সহজেই পছন্দের ধারাবাহিক, সিনেমা, অনুষ্ঠান, নাচ-গান ইত্যাদি দেখতে পাবেন। যদিও এই অ্যাপের সীমাবদ্ধতা শুধু মাত্র স্টেশনেই সীমিত। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করার সময় কিংবা কোন স্টেশনে ট্রেন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলে যাত্রীরা স্টেশনের ওয়াই-ফাইয়ের সাহায্যে এই অ্যাপের ফিচারগুলি উপভোগ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। যাত্রীদের কথা ভেবেই রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপ।
পরিকল্পনা অনুযায়ী অ্যাপটি প্রথমে দেশের ১৬০০টি স্টেশনে শুরু করা হবে। পরবর্তী কালে তা দেশের আরো ৪৭০০টি স্টেশনে কার্যকর করা হবে। ভাল ফল পাওয়া পাওয়া গেলে চলতি বছরের অক্টোবর মাসেই সব স্টেশনে লাঘু হবে উক্ত অ্যাপ।
যাত্রীদের বিনোদনের পাশাপাশি রেল কর্তৃপক্ষের আয়ের একটি হদিশ মিলতে পারে অ্যাপে থাকা বিজ্ঞাপণের মধ্যে দিয়ে। সূত্রের খবর রেল কর্তৃপক্ষ এর আগেও জন ভিত্তিক বিভাজনে এই কাজটি করার চেষ্ঠা করলে নেট কানেকশনের গোলযোগ থাকায় তা কার্যকরী হয়ে ওঠে না। সম্প্রতি এই পরিকল্পনার জন্য ‘রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড’-কে বরাত দেয় রেল কর্তৃপক্ষ। আরও জানা যায় রেলটেল কমিশন ইতিমধ্যেই প্রয়োজনীয় কাগজ প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছে।
উক্ত পরিকল্পনাটি শুরু হলে যাত্রীরা বহুলাংশে উপকৃত হবে বলে আশা করা যায়। স্টেশনে অপেক্ষার একঘেয়েমি কাটানোর সাথে সাথে বিনামূল্যে এন্টারটেন হওয়ার পথ প্রসারিত হবে।