উপগ্রহে অংকুরিত তুলো

চাঁদে ফলল সোনা। কি অবাক হয়ে পড়লেন তো? ভাবছেন অধিক উষ্ণ এবং অধিক শীতল আবহাওয়াতে কি করে এমনটা হল? আসলে বিজ্ঞানীরা চাইছেন, কিভাবে পৃথিবী ছাড়াও অনি জায়গায় প্রানের সন্ধান পেয়ে সেই জায়গাকে বাস্জগ্য় করে তোলা যায়- কারন অদূর ভবিষ্যতে মানুষ যাতে পৃথিবী ছাড়াও অনি কথাও গিয়ে থাকার উপযুক্ত পরিবেশ পায়| এই ভাবনা থেকেই নতুন বছরের শুরুতে বিজ্ঞানীরা চাঁদে  তুলা, রাইসর্ষেআলুর বীজ পাঠিয়ে ছিলেন।তবে স্যাটালাইট-এর মাধ্যমে দেখা গেছে বাকি সব বীজ গুলি প্রাণ হারালেও তুলো গাছটি বেঁচে গেছে। তাই চাঁদের মাটিতে জন্ম নিলো একটা তুলো গাছ। এমনটাই জানাচ্ছে চিনা বিজ্ঞানীরা। এই প্রথম প্রাণের বিকাশ ঘটল। ফলল তুলো পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটিতে। চাঁদের তাপমাত্রায় তুলোর বীজ ফেটে বেরিয়ে এল রাশি রাশি তুলো এমনই একটা সুখবরের কথা জানাল চিনের এক সরকারি সংবাদমাধ্যম। চাঁদে এই প্রথম মানবসভ্যতা জীবন বিকাশের পরীক্ষা বিজ্ঞানীরা সফল ভাবে শেষ করতে পারলেন বলেও জানানো হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...