সার্কাসে পশুদের থ্রি-ডি মডেল

সার্কাসে বন্যপ্রাণীদের নিয়ে খেলা দেখানো আইন করে বন্ধ করা হয়েছে অনেকদিন আগেই। যখন বাঘ, সিংহ নিয়ে সার্কাস দেখানো হতো তখন মানুষও সার্কাসমুখী হতো অনেক বেশি। যখন থেকে সার্কাসে বন্যপ্রাণী নিষিদ্ধ হয়েছে তখন থেকেই মানুষের ভিড় কমতে শুরু করেছে সেখানে। ফলে স্বাভাবিকভাবেই আয় কমছে সার্কাস থেকে। এই ক্ষতি কিভাবে পূরণ করা যায় তা নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা চলছে সার্কাস মহলে। অবশেষে একটি নতুন পদক্ষেপ নিতে দেখা গেলো জার্মানের সবচেয়ে পুরোনো সার্কাস কোম্পানি, যার নাম 'সার্কাস রনোকল্লি'

সার্কাসের জৌলুশ ফিরিয়ে আনতে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত সার্কাস রনোকল্লি বন্যপ্রাণীকে সার্কাসে ব্যবহার করার জায়গায় তাদের থ্রি-ডি হলোগ্রাম ব্যবহার করে দর্শকের মনোরঞ্জন করার চেষ্টা করছে। এই প্রথম কোনো সার্কাস থ্রি-ডি হলোগ্রাম ব্যবহার শুরু করেছে। বিভিন্ন সার্কাস সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যেভাবে সার্কাস ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল সেখানে দাঁড়িয়ে এই থ্রি-ডি হলোগ্রামের ব্যবহার এবং ওপটোমা ভিডিওর ব্যবহার জরুরি হয়ে পড়েছিল।

রনোকল্লি সার্কাসের এই অভিনব পদক্ষেপ ইতিমধ্যেই দর্শকের মন জয় করে ফেলেছে। দর্শকদেরও মত, এই অভিনব ব্যবস্থা সার্কাসের জৌলুশ আবার আগের মতো বাড়িয়ে দিতে খানিকটা হলেও সাহায্য করবে। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,  এই পদ্ধতি ব্যবহারের ফলে কেউ যদি তাঁবুতে গিয়ে সার্কাস দেখতে না-ও চায় তাতেও সমস্যা নেই। তারা বাড়িতে বসেই অনলাইনে এই সার্কাসের স্বাদ নিতে পারবে। এমন ব্যবস্থাও উপলব্ধ থাকছে এবার।   

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...