জয়পুরিয়া বন্ধ করা হল জেনারেলের পাঠ্যক্রম

জেনারেল কোর্সের পাঠ্যক্রম তুলে দেওয়া হল জয়পুরিয়া কলেজ থেকে|শ্যামবাজারের এক যুবক আশানুরূপ ফল না হওয়ায় ও পারিবারিক খরচ চালানোর পাশাপাশি পড়াশোনা চালানোর জন্য জেনারেল পাঠ্যক্রমে ভর্তির ভাবনাচিন্তা থেকে ওই কলেজের ফর্মপূরণ করে কিন্তু বেশ কিছুদিন অপেক্ষার পর তিনি কলেজে গিয়ে জানতে পারেন যে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজে বিএ, বি.এসসি, বি.কম জেনারেলে পড়ানোই নাকি তুলে দেওয়া হয়েছে কলেজে|কলেজের এক ছাত্র নেতা জানান যে অন্য কলেজে দেখুন|অধ্যক্ষের সাথে কথা বলেও এর কোনও সুরাহা মেলেনি|তিনি জানান কলেজে অনার্সের পাশাপাশি জেনারেল কোর্সের পাঠ্যক্রম চালানোর মত পরিকাঠামোর অভাবেই এই সিদ্ধান্ত তিনি জানান|এখন প্রশ্ন তাহলে কলেজ কতৃপক্ষ একথা আগে জানাননি কেন এর উত্তরে জানা যায় যে ওয়েবসাইটে কিছু সমস্যা থাকার দরুন তা সম্ভব হয়নি| পরে সেই ভুল শুধরে নেওয়া হয়|এছাড়াও যেসমস্ত ছাত্ররা ওই কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জেনারেল কোর্সের পড়ুয়া তাদেরই বা কি হবে| অধ্যক্ষ জানান যে সিবিসিএস চালু হওয়ায় একজন পড়ুয়া তার ইচ্ছামত অনার্স ও পাসের সাবজেক্ট পছন্দ করতে পারেন|ফলে আগের থেকে পড়ার চাপ বাড়ছে সেই অনুযায়ী পরিকাঠামো তৈরী করাও দরকার, তার সাথে উপস্থিতির বিষয়টিও দেখা হচ্ছে|কিন্তু এইভাবে কি কলেজ সিদ্ধান্ত নিতে পারে?বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান কলেজ এই সিদ্ধান্ত নিতেই পারে অন্যদিকে জয়পুরিয়া কলেজ কতৃপক্ষ জানাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় থেকে তারা অনুমতি নিয়েই শুরু করেছেন এই বিষয়টি|আপাতত অনার্সই পড়াবে জয়পুরিয়া কলেজ|

এটা শেয়ার করতে পারো

...

Loading...