পুজোয় চলুন শিলং-এ লং ড্রাইভ

আচ্ছা, লং ড্রাইভ-এ যেতে আপনি পছন্দ করেন? মনে হয় এমন কেউ নেই যে বলবে, না, পছন্দ করেন না। সেটা গাড়িই হোক বা বাইক, লং ড্রাইভে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।বর্তমানে যদিও এটা একটা ফ্যাশন এবং উইক এন্ড-এর প্ল্যান হয়ে গেছে। মনে করুন যদি এমন হয়, কোথাও আপনি ঘুরতে গেছেন, বিশেষ করে কোনো পাহাড়ি জায়গায়, সেখানে আপনার প্যাকেজের সঙ্গে রয়েছে লং ড্রাইভের ব্যবস্থা। কি, লাফিয়ে উঠলেন তো। হ্যাঁ। এমনটাই ব্যবস্থা করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। পুজোর সময় এবারেই প্রথম এমন প্যাকেজের ভাবনা চিন্তা করেছে তারা।

   তবে যে কোনো পাহাড়ের প্যাকেজেই এই সুবাধে দেওয়া হচ্ছে না। গুয়াহাটিতে পাঁচ রাত্রি ও ছ'দিনের এই প্যাকেজে এই রকম লং ড্রাইভ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। গুয়াহাটি থেকে পর্যটকদের এই সুবিধা দেবার বন্দোবস্ত করা হয়েছে। প্রতি সপ্তাহে প্যাকেজের শুরু হবে শুক্রবার। গুয়াহাটি থেকেই দর্শনার্থীদের পিক আপ এবং ড্রপ করা হবে। তবে সংস্থা সূত্রে জানানো হয়েছে, একটি দলে কমপক্ষে আট জন থাকতে হবে। প্রথম দিন গুয়াহাটি বিমানবন্দর বা রেলস্টেশন থেকে পর্যটকদের পিক আপ করে শিলং নিয়ে যাওয়া হবে। সেখানে যাওয়ার পথে উমিয়াম লেক দেখানো হবে পর্যটকদের। তারপর তাদের ডন বসকো মিউজিয়াম, লেডি হায়দারি পার্ক এবং ওয়ার্ডস লেক দেখানো হবে। পরের দিন গুয়াহাটি থেকে বাইকে করে যাত্রার শুরু হবে মওসিনরামের উদ্দেশ্যে। পর্যটকরা তাদের যাত্রাপথে দেখবেন  শিলং পিক, ইকো পার্ক, সেভেন সিস্টার্স ফলস, রামকৃষ্ণ মিশন ,এলিফ্যান্ট ফলস সহ অন্যান্য আরো দর্শনীয় স্থান। রাতে সেখানেই(মওসিনরামে) থাকার ব্যবস্থা করা হবে। পরদিন থাকবে পাহাড়ি নদীতে ৱ্যাফটিং, রোয়িং সহ পাহাড়ে চড়া এবং এশিয়ার মধ্যে পরিষ্কার গ্রাম মাওলিনং-এর দর্শন। চতুর্থ দিনে থাকছে জঙ্গলের পথে রোমাঞ্চকর ট্রেকিং এবং তার পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানে ভ্রমন করিয়ে পর্যটকদের ফিরিয়ে আনা হবে আবার গুয়াহাটিতে।

   সংস্থা থেকে জানানো হয়েছে পর্যটকদের সফরের জন্য দেওয়া হবে বাইক, হেলমেট, জ্যাকেট, গ্লাভস এবং হাঁটুর সুরক্ষার জন্য গ্লাভস। প্যাকেজের মধ্যেই থাকছে থাকা ও খাওয়ার ব্যবস্থা। পর্যটকদের কিন্তু বাইক চালানোর লাইসেন্স থাকা বাধ্যতামূলক। জনপ্রতি প্যাকেজের খরচ ধরা হয়েছে ১৯হাজার ৮১৯ টাকা। একসঙ্গে দুজন থাকলে খরচ পড়বে  মাথাপিছু ২১, ৬৩৯হাজার টাকা। ১৯হাজার ৮১৯ টাকা জন প্রতি পড়বে একসঙ্গে তিনজনের মাথাপিছু। বেড সহ প্রতি বাচ্চার খরচ পড়বে ১৬,১৭৯ টাকা এবং বেড ছাড়া ১০,৫৮৯ টাকা।

     কাজেই বুঝতেই পারছেন এবারে জমে যাবে পুজোর ছুটি। শিলং-এর এক পাহাড় থেকে আর এক পাহাড় ছুটে চলুন বাইক নিয়ে। চাইলে সঙ্গে নিয়ে নিন পছন্দমতো একজন করে সওয়ারী। বিশেষ দায়িত্বে থাকবেন দু'জন  করে গাইড। তাহলে বুঝতেই পারছেন অ্যাডভেঞ্চার করার জন্য সব বন্দোবস্ত একেবারে তৈরী। গোটা ট্যুর প্যাকেজ নিয়ে কথা বলতে গিয়ে আইআরসিটিসি'র গ্রূপ জেনারেল ম্যানেজার দেবাশীষ চন্দ্র জানান, এই ধরণের ট্যুর নিয়ে তাদের কাছে পর্যটকদের তরফে আর্জি আসছিল। তাই এই পরিকল্পনার বাস্তবায়ন। অ্যাশ করা হচ্ছে এই পরিকল্পনা যথেষ্ট জনপ্রিয় হবে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...