আইপিএলের পাতায় গৌতম গম্ভীর এক সফল অধিনায়কের নাম। কলকাতা নাইট রাইডার্স-এর নেতৃত্বে থাকাকালীন দু'বার ট্রফি জিতিয়েছেন কেকেআর দলকে।
তবে ২০১৮ সালে বাধ্য হয়ে গম্ভীরকে ছেড়ে দেয় কেকেআর । ২০১৭ আইপিএলের পর গম্ভীর জানিয়েছিলেন, তিনি যেহেতু দিল্লির ছেলে, তাই শেষ কয়েকটি আইপিএল সিজন দিল্লির হয়েই খেলতে চান। কিন্তু ২০১৮ সালে আইপিএল সিজনের মাঝপথেই দিল্লির অধিনায়কত্ব ছেড়ে দিয়েই বসে যান গম্ভীর এবং পরের বছর অবসর ঘোষণার পর পা রাখেন রাজনীতির ময়দানে। তবে ২০২২ সালে আইপিএলের নতুন দল লখনউ সুপারজায়েন্টস-এর মেন্টর হয়ে ফের আইপিএল খেলতে নামেন গম্ভীর। সেই দলেই বর্তমানে তিনি গ্লোবাল ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন।
কিন্তু এখন ক্রিকেট দুনিয়ার অন্দরে চলছে অন্য জল্পনা। শোনা যাচ্ছে লখনউর দল ছেড়ে কেকেআরের দলে মেন্টর পদে যোগ দিতে চলেছেন গৌতম গম্ভীর। এই খবরে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া সহ ক্রিকেট মহল। শোনা গিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট ইতিমধ্যেই গৌতম গম্ভীরের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। কিন্তু এই জল্পনা কি আদৌ সত্যি নাকি মিথ্যে, সেটা বুঝতে আরও কিছু সময় লাগবে।