উন্মুক্ত দরজায় বিশ্ববাংলা

বেশ কিছুদিন অপেক্ষার করার পর অবশেষে কলকাতার সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হল বিশ্ব বাংলা। আজ শনিবার থেকেই শুরু হল এই যাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃস্পতিবার বইমেলা থেকেই উদ্বোধন করেন বিশ্ব বাংলার গেট। আজ থেকেই সেই গেট ওপেন হচ্ছে  সকলের জন্য। বেলা ১২ থেকে শুরু হয়ে যাচ্ছে এই কার্যক্রম। ভবিষ্যতে বিশ্ব বাংলা গেটের রেস্তোঁরাটিও আরম্ভ করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। 

      শুক্রবার রাত থেকেই বিশ্ববাংলায় প্রবেশের জন্য বুকিং শুরু হয়। টিকিটের মূল্য ১০০ টাকা। অনলাইন বুকিংয়ের পর বিশ্ব বাংলার টিকিট কাউন্টারে প্রমান দেখিয়ে প্রবেশের টিকিট সংগ্রহ করতে হবে। তিন বছর বয়স অবধি বিনা টিকিটেই প্রবেশ করা যাবে। বিশ্ববাংলা গেট ওপেন হবার সময় রোজ বেলা ১২টা এবং বন্ধ হবার সময় বিকেল ৫টা। প্রতিবারে ৪৫ জন দর্শক সর্বাধিক ১ ঘন্টা সময় পাবেন দেখবার জন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...