বেশিরভাগ বাড়িতেই রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার হয়। এটি বর্তমান সময়ের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন, গ্যাস সিলিন্ডারের রঙ লাল হয় কেন? অথবা সিলিন্ডারের নীচে থাকা গোল ফুটোগুলির কাজ কী? আসুন জেনে নেওয়া যাক।
হাইলাইটসঃ
১। গ্যাস সিলিন্ডারের রঙ লাল হয় কেন?
২। সিলিন্ডারের নীচে থাকা গোল ফুটোগুলির কাজ কী?
৩। এর অন্যতম কারণ হল নিরাপত্তা
গ্যাস সিলিন্ডারের রঙ লাল হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল নিরাপত্তা। আদতে গ্যাস সিলিন্ডার যতটা প্রয়োজনীয় আমাদের নিত্যব্যবহারে, ঠিক ততটাই বিপদজনক এটি। কোন কারণে যদি এই সিলিন্ডার আগুনের সংস্পর্শে আসে তবে সেটি ব্লাস্ট করে মারাত্মক বিপদ হতে পারে। সেই কারণেই সিলিন্ডারের রঙ লাল করা হয়। এর ফলে দূর থেকেও খুব সহজে এটি নজরে পরে। যেকারণে হঠাৎ বিপদ থেকে খুব সহজেই সতর্ক থাকা সম্ভবপর হয়।
অন্যদিকে সিলিন্ডারের নীচে গর্ত থাকার নৈপথ্যেও এক বৈজ্ঞানিক কারণ রয়েছে। কখনও গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে গেলে, এই গর্ত থেকে বাতাস বের হতে থাকে, যার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। ফলে সিলিন্ডারের পৃষ্ঠকে উত্তপ্ত হয়না।
কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, সময়বিশেষে গ্যাস সিলিন্ডার খুব বিপদজনক। সেকারণে রান্নাঘরে সঠিক স্থানে এটিকে রাখতে হবে। এছাড়াও বাড়িতে ছোট বাচ্চা থাকলে, তাদেরকে গ্যাস সিলিন্ডারের থেকে দূরত্বে রাখতে হবে।