জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে সঞ্চালিকা নবনীতার সাথে পুজোর আড্ডা দিতে উপস্থিত ছিলেন গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শ্রীমতি বীথি বসু মহাশয়া, উপস্থিত ছিলেন ক্লাবের কো-অর্ডিনেটর শ্রীমতি রেবা মাইতি এবং ক্লাবের সদস্যা শ্রীমতি পূর্ণিমা সাহা চৌধুরী। নবনীতার সাথে আড্ডায় তারা জানালেন তাদের পুজো সম্পর্কে জানা অজানা কিছু কথা। ৫৭ তম বর্ষে এসে এই ক্লাবের থিম 'আদি রসে শহর মজে' অর্থাৎ আদিবাসী মানুষজনকে নিয়ে এবছরের পুজোর মূলভাবনা ভাবতে চাইছেন এই ক্লাব। আদিবাসীদের শিক্ষা পদ্ধতি থেকে শুরু করে তাদের জীবনধারা এবং তাদের পূজাপদ্ধতিই শহরের মানুষদের কাছে উপস্থাপনা করতে চাইছে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব।
ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনধারার নানা উপকরণই ব্যবহৃত হচ্ছে মণ্ডপসজ্জার সামগ্রী হিসেবে। মণ্ডপের আলোকসজ্জাতেও থাকছে আদিবাসী চমক। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, এই বছর তাদের মৃৎশিল্পী ও থিম দুইয়েরই দায়িত্বে রয়েছেন শ্রী শিবশঙ্কর দাস এবং শ্রী অর্জুন চট্টোপাধ্যায় । পূজা কমিটির বক্তব্য, পুজো ভাবনার উপর নির্ভর করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। স্টুডিওতে উপস্থিত ক্লাবের সদস্যরা জানান, ৫৭ বছরের পুজো হলেও গত পাঁচ বছর ধরে এই পুজো হচ্ছে সম্পূর্ণ মহিলা পরিচালিত। তারা আরও জানান, একসময় লোকের অভাবে বন্ধ হয়ে যেতে বসেছিল এই পুজো। এর পরেই এই পুজোর দায়িত্ব দেওয়া হয় পাড়ার মহিলা বাহিনীর হাতে। জানা গেছে, এই পুজোর উদ্বোধন হয় পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে।
ক্লাব কমিটির আশা, মহালয়া থেকে চতুর্থীর মধ্যেই উদ্বোধন হয়ে যাবে এই পুজোর। তারা আরও জানান, প্রতিমা বিসর্জন কোনোদিনই তাদের দশমীর দিনে হয় না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যগে রেড রোডে যে পুজো কার্নিভালের আয়োজন করা হয় তাতে অংশগ্রহণ করতে দেখা যাবে এই ক্লাবকে। কার্নিভালের পরেই সিঁদুরে রাঙিয়ে মাকে স্বামীর ঘরের উদ্দেশ্যে রওনা করবে সম্পূর্ণ মহিলা পরিচালিত এই ক্লাব। জিয়ো বাংলা এই ক্লাবের গর্বিত ডিজিটাল পার্টনার। কলকাতার বুকে দাঁড়িয়ে আদিবাসীদের জীবনধারা প্রত্যক্ষ করতে চাইলে কিন্তু সকলকে পৌঁছে যেতেই হবে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব সর্বজনীন দুর্গাপূজা কমিটির পূজামণ্ডপে। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোয় উঠে নামতে হবে কালিঘাট মেট্রো, সেখান থেকে সরাসরি বাস বা অটো করে গড়িয়াহাটের নিকট এই পূজা মন্ডপ।