ঝাঁ চকচকে বাস টার্মিনাস গড়িয়ায়

আধুনিক মানের পার্কিং লট, প্রতীক্ষালয়, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, রেস্তোরাঁ, শৌচালয় সব কিছু নিয়ে একেবারে ঝাঁ চকচকে চেহারায় যাত্রীদের স্বাগত জানাতে হাজির দক্ষিণ কলকাতার গড়িয়া বাস স্ট্যান্ড। দেড় বছর আগে চালু হওয়া গড়িয়া বাস টার্মিনাসের আধুনিকীকরণের কাজ প্রায় শেষ। সূত্রের খবর, আগামীকাল থেকেই চালু হতে পারে এই টার্মিনাস।

              বিমানবন্দরের মত করে তৈরি আধুনিক ওই বাস টার্মিনাসে যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার যাদবপুর, গড়িয়া এবং করুণাময়ী বাস টার্মিনাসকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছিল। যাদবপুর বাস টার্মিনাসটি আগেই চালু হয়ে গেছে, এবারে গড়িয়ার টার্মিনাসটি চালু করা হচ্ছে। পরিবহন দফতরের মতে গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হিসেবে গড়িয়ার গুরুত্ব গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে।

প্রতিদিন প্রায় এক লক্ষ যাত্রী গড়িয়া থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কাছেই রয়েছে বেসরকারি বাসস্টপ। হাওড়া সহ বেশ কয়েকটি রুটের নাইট সার্ভিস বাস পাওয়া যায় এখান থেকে। বাস স্ট্যান্ডের অনতিদূরে মেট্রো থাকার ফলে সকলের পরিচিত ৬ নম্বর বাস স্ট্যান্ডকে টার্মিনাসে বদলের প্রয়োজন ছিল বলেই মনে করছেন পরিবহন দফতরের আধিকারিকরা।

              এই স্ট্যান্ড থেকে একাধিক রুটের বাতানুকূল বাস পরিষেবা চালু হয়েছে। হাওড়া স্টেশন, বিমানবন্দর, সল্টলেক সেক্টর ফাইভ, নিউটাউন, রাজারহাট, বেলুড় মঠ, বারাসাত, ইকো স্পেস প্রভৃতি রুটের বাস ছাড়ে এই টার্মিনাস থেকে। দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের দূরপাল্লার বাসও ছাড়ে এখন থেকে। কাজেই সব দিক বিবেচনা করে এই স্ট্যান্ডটিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং নতুন রূপে চালু করা হচ্ছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...