গার্ডেনলেন সর্বমঙ্গলা সমিতি | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন গার্ডেনলেন সর্বমঙ্গলা সমিতি ক্লাবের সদস্যবৃন্দ।

সঞ্চালক মনীষার সাথে পুজোর আড্ডা@জিয়ো বাংলা অনুষ্ঠানে হাজির হয়ে ক্লাব সম্পর্কে নানাকথা জানালেন ক্লাবের দুই সদস্য শ্রীমতি শুভশ্রী বসাক এবং সদস্য শ্রী কানু রায়, এবং এবছরের থিমশিল্পী শ্রী অশোক দত্ত। তারা জানালেন, ১০৫ জন সক্রিয় সদস্য একত্রে পথ চলে ইতিমধ্যেই ৪৮ বছর পার করে ফেলেছেন।

সাবেকি দিয়ে শুরু হলেও এইবছর থিমের উপরেই আস্থা রাখছেন তারা। প্রকাশ্যে না আনলেও জানা গেছে যে থিমের নাম 'দেবীকক্ষ' হলেও দেবীর বাসস্থানকে যে এখানে তুলে ধরা হচ্ছে না তার আভাস দিয়েছেন শিল্পী নিজেই। প্রতিমা সেজে উঠতে চলেছে শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের হাত ধরে।

চতুর্থী কিংবা পঞ্চমীতে উদ্বোধনের পর থেকে ভিড় সামলানোর জন্য থাকছে প্রচুর ভলেন্টিয়ার। এই ক্লাবে মাকে ভোগ নিবেদনের আলাদা কোনো রীতি না থাকলেও অষ্টমীর দিন খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়।

এই মণ্ডপটিতে পৌঁছাতে গেলে আপনাকে নোয়াপাড়া কিংবা কবিসুভাষগামী মেট্রোতে করে পৌঁছে যেতে হবে শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনে। সেখান থেকে অটোতে তেলেঙ্গাবাগানের পরের স্টপেজে নামলেই পৌঁছে যাবেন এই পূজা প্রাঙ্গনে। আবার বাসে আসলে যে স্টপেজটিতে আপনাদের নামতে হবে সেটি হলো ১৫ নং বাস স্ট্যান্ড। সেখান থেকে হাঁটা পথে পৌঁছে যেতে পারেন মণ্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...