ফেলে দেওয়া প্লাস্টিক বোতল বা রবারের টায়ার দিয়ে ডিআইওয়াই (DIY) দেখতে তো অনেকেই পছন্দ করেন তবে ক’জন পারে সেই কার্যসিদ্ধি করতে? এবার পশ্চিম বাংলায় তৈরী হল এমন একটি বিরল বাগান, যা ওয়েস্ট প্লাস্টিক বোতল বা রবারের টায়ার দিয়ে তৈরি| অতীব সুন্দর এই ইকো-ফ্রেন্ডলি বাগান তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছন মেদিনীপুরের একজন ফরেস্ট রেঞ্জ অফিসার (FRO)|
জানা গিয়েছে, মেদিনীপুরের পিরাকাটা রেঞ্জের একজন এফআরও(FRO), পাপন মোহান্ত ৪ বছর ধরে এই বাগান তৈরির কাজ করছিলেন| তিনি এই বাগানটি তাঁর পিরাকাটা রেঞ্জের অফিসেই তৈরি করেছেন| তিনি তাঁর দৈনন্দিন অফিসের কাজ শেষ করে সময় বের করে বাগানের চর্চা করে তৈরি করেন|
আরও জানা যায়, তিনি প্রায় ১,১০০টি প্লাস্টিক বোতল ও রবারের টায়ার দিয়ে এই বাগানটি তৈরি করেন|
পাপন জানিয়েছেন,
আমি যখন প্রথম এখানে পোস্টিং নিয়ে আসি এখানে প্রচুর পরিমাণ আবর্জনা জমে ছিল| আমি এই অঞ্চলটি সুন্দর করতে চেয়েছিলাম| এটি নিয়ে কাজ করার পর, মানুষেরা যখন এসে এই জায়গার প্রশংসা করে য়ামার ভালোই লাগে|
তিনি আরো বলেন,
আমি এখানে পোস্ট হয়ে এসেছি ৪ বছর হয়েছে| শীতকালে পেটুনিয়া রোপন করি; এই মুহূর্তে এখানে মৌসুমী ফুল রয়েছে| এই বাগান দেখার পর, স্থানীয় একটি স্কুলও এই পদ্ধতি অবলম্বন করছে| সিআরপিএফ(CRPF) এর সেনারাও অনুপ্রানিত হয়ে বাগান তৈরী করছে| মানুষেরা আপনাকে দেখে কিছু কাজের প্রেরণা পাচ্ছে, এটা দেখে ভালো তো লাগেই|
তাঁর এই উদ্যোগ আশেপাশের মানুষ ও কিছু স্কুলকেও প্রেরণা জুগিয়েছে| পাপনের কাজে অনুপ্রাণিত এরকম একটি স্কুলের শিক্ষক, সুবিনয় ঘোষ এই বাগানের মতোই একটি বাগান তাঁর স্কুলে তৈরি করার চেষ্টায় নেমে পড়েছেন, কারণ তাঁর মতে এটি একটি বড় প্রাকৃতিক মুভমেন্ট| এছাড়াও এই বাগানটি সেই অঞ্চলের একটি অনন্য দৃষ্টি আকর্ষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এই বাগানটি দেখতে আসছেন এবং পাপনের কাজের প্রশংসা করছেন|