শহরের সৌন্দর্য কে আরো এক ধাপ এগিয়ে দিতে নতুন পরিকল্পনা কলকাতা পুরসভার। যেহেতু বিকল্প কোনও জায়গা নেই তাই শহরে আগের থেকেই বিভিন্ন পুরসভার পার্কে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তবে জানা গেছে যে, এই সিদ্ধান্ত নিয়ে আগেই বিতর্ক তুলেছিলেন পরিবেশবিদের একাংশ। তাই পার্কের সৌন্দর্যায়ন এবং সবুজের রক্ষায় বুস্টার পাম্পিং স্টেশনের উপরে ‘রুফটপ গার্ডেন’ শুরু করেছে পুরসভার উদ্যান দফতর। আগে বেশ কয়েকটি জায়গায় এই পরিকল্পনা করা হয়েছিল। তাতে সাফল্য পেয়েছে পুরসভা। তাই বর্তমানে চেতলা বুস্টার পাম্পিং স্টেশনের উপরেই বাগান করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
এই বিষয়ে পুরকর্তৃপক্ষ থেকে জানা যায়, এই বিশেষ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে এই বিশেষ পরিকল্পনার বিষয়ে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানিয়েছেন, জল সরবরাহ একটি বেশ গুরুত্বপূর্ণ পরিষেবা। তাই এই পরিষেবার জন্য জায়গার প্রয়োজন। কিন্তু তা না থাকায় বাধ্য হয়ে পুরসভার বিভিন্ন পার্কের একাংশ বেছে নেওয়া হচ্ছে। তবে সবুজ যাতে কোনও ভাবেই নষ্ট না হয়, সেই কারণে বুস্টার পাম্পিং স্টেশনের উপরে পার্ক তৈরি করার সিধ্হাঁত নেওয়া হচ্ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভস্থ বুস্টার পাম্পিং স্টেশনের উপরে পার্ক নির্মাণের প্রথা বহু দিন ধরেই কলকাতা পুরসভার রয়েছে। যেমন ধরুন, মহম্মদ আলি পার্ক এবং সুবোধ মল্লিক স্কোয়ার তার অন্যতম দৃষ্টান্ত। কিন্তু ছোট বুস্টার পাম্পিং স্টেশনের ছাদে এই ধরনের পরিকল্পনা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ইতিমধ্যে দক্ষিণ কলকাতার কসবা, কালীঘাট এবং সিরিটিতে বুস্টার পাম্পিং স্টেশনের ছাদের উপরে বাগান করা হয়েছে। এই বিষয়ে উদ্যান দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যত ক্ষণ না পুরসভার জল সরবরাহ এবং ইঞ্জিনিয়ারিং দফতর বুস্টার পাম্পিং স্টেশনের উপরে এমন প্রকল্প করার অনুমতি দিচ্ছে, ততক্ষন উদ্যান দফতর চাইলেও সব জায়গায় ছাদে বাগান তৈরি করতে পারছে না। এই জন্য সব বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে ছাদে বাগান করতে না পারলেও বাকি অংশের সৌন্দর্যায়ন হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
প্রায় বছর দু’য়েক আগে তৈরি হয়েছে এই চেতলা বুস্টার পাম্পিং স্টেশন। এ বার একই ভাবে তার ছাদেও তৈরি করা হচ্ছে সুদৃশ্য পার্ক। লেক গার্ডেন্সের বাঙুর পার্কেও বুস্টার পাম্পিং স্টেশনের ছাদে বাগান তৈরির দাবি রয়েছে বাসিন্দাদের এমনটাই জানা গিয়েছে। তবে সূত্রের খবর, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি স্থানে নয়, শহরের সব জায়গায় যেখানেই ছাদে বাগান করার সুযোগ রয়েছে সেখানে এমন পরিকল্পনা নিতে চায় পুরসভা|