উৎস্য হতে, জাগো জ্ঞানের আলো | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

আশ্বিনের শারদ প্রাতে মহামায়ার আগমণী-র সুর প্রায় বেজেই গেছে বলা যায়। হাতে আর মাত্র কটা দিন তারপরেই শুরু হয়ে যাবে কলকাতার রাস্তা ঘাট জুড়ে যানজট, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখে। এত কিছু বিরক্তির মাধ্যেও একটা আনন্দ আছে। আর সেই আনন্দ হল দুর্গোৎসবের আনন্দ। তাই সকলের সাথে এই আনন্দ ভাগ করে নিতে তৈরী জিয়ো বাংলা

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিও-এ উপস্থিত ছিল গর্চা হাজরা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সদস্যবৃন্দ। পুজোর আড্ডা@জিয়ো বাংলা অনুষ্ঠানে, সঞ্চালক সিঞ্চিতার সাথে, উপস্থিত ছিলেন পূজা কমিটির দুই সম্পাদক অচিন্ত বোসসৌরভ বোস। এই বছর ৮৯তম বর্ষে তাদের থিম “উৎস্য হতে, জাগো জ্ঞানের আলো” অর্থাৎ অন্ধকার কাটিয়ে আলোর সংস্পর্শে আসার আহ্বান জানিয়ে, শিল্পী রাজু সুত্রধরের ভাবনায় সেজে উঠছে তাদের পূজা মন্ডপ।

মন্ডপে থিমের ছোয়া থাকলেও প্রতিমা কিন্তু থাকছে সাবেকি। আর তার দায়িত্বে আছেন শিল্পী তপন রুদ্র পাল।  চতূর্থীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবে তাদের ২০১৯ শারদোৎসবের শুভসূচনা। অষ্টমীর দিন পূজা কমিটির তরফ থেকে এক ভোগ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পল্লীবাসী ও দর্শনার্থীদের মিলিয়ে প্রায় ১ হাজার মানুষ মায়ের ভোগ গ্রহন করে থাকে। চিরাচরিত প্রথা মেনে দশমীর দিনই সিঁদুর খেলার মধ্যে দিয়ে বিদায় জানানো মা-কে।

দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-তে উঠে নামতে হবে যতীন দাস পার্ক। সেখান থেকে বাস বা অটো ধরে হাজরা কলেজের নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...