এক যুগ পর ফের প্রেক্ষাগৃহে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’। ৩০ অগস্ট প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে ছবিটি। অনুরাগ কাশ্যপ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ছবির রি-রিলিজের খবরটি শেয়ার করে লিখেছেন, 'তিন দিনের মধ্যে গ্যাং ফিরে আসবে... GOW আবার সিনেমায়।' ৫ সেপ্টেম্বর পর্যন্ত হলে গিয়ে বিগ স্ক্রিনে দেখার সুযোগ রয়েছে দর্শকদের।
২০১২ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ মনোজ বাজপেয়ীকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাছাড়াও সঙ্গে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা, হুমা কুরেশি, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি এবং জয়দীপ আহলাওয়াত প্রমুখ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়দীপ আহলাওয়াত জানিয়েছেন, এই ছবি কেরিয়ারের মোড় ঘোরানো এক সিনেমা। তাঁর কাছে এই ছবি ভারতীয় ছবির দুনিয়ায় ‘ফার্স্ট নক’। শাহিদ খানের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই ছবি এতদিন পর ফের পর্দায় ফেরাই ভীষণ খুশি জয়দীপ।
তিনি জানিয়েছেন, নতুন প্রজন্মের দর্শকরা যারা এতদিন ছবিটি ল্যাপটপ বা মোবইলের ছোট স্ক্রিনে দেখেছেন, তারা এই প্রথম বড় পর্দায় দেখার সুযোগ পাবেন। অভিনেতা নিজেও রি-রিলিজের পর প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। ২০১২ সালে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি শেষবার দেখেছিলেন।
'গ্যাংস অফ ওয়াসেপুর' বদলে দিয়েছিল অভিনেতা জয়দীপ আহলাওয়াতের জীবন। তিনি নিজেও স্বীকার করেছেন সে কথা। তাঁর কথায়, সেই সময় আন্দাজও করতে পারতেন না এই ছবিতে তিনি কী করছেন, কেমন পারফর্ম করছেন, কিন্তু মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া দেখে চমকে গিয়েছিলেন!
‘গ্যাংস অব ওয়াসেপুর’ দুই পর্বের হিন্দি ডার্ক কমেডি। ছবির কাহিনিকার অনুরাগ কশ্যপ ও জেশান কাদরি। ঝাড়খণ্ডের ধানবাদের কাছে একটি ছোট শহর ওয়াসেপুরের প্রেক্ষাপটে কয়লা মাফিয়া এবং তিনটি পরিবারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, রাজনীতি ও প্রতিশোধ নিয়ে আবর্তিত হয়েছে ছবির কাহিনি। ১৯৪১ সালে থেকে ২০০৯ সালের ঘটনাবলি নিয়ে এই দুটি পর্বের ব্যাপ্তি ৬৮ বছর। 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর প্রথম পার্ট ২২ জুন, ২০১২-এ মুক্তি পায় এবং দ্বিতীয় অংশটি ৮ অগস্ট, ২০১২-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল।