রাজ্য পরিবেশ দফতর গঙ্গাসাগরে একটি ক্ষুদ্র প্লাস্টিক রিসাইকল ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। আসন্ন নতুন বছরের শুরুতে জানুয়ারির ১৩-১৫ তারিখ অব্দি গঙ্গাসাগরে অনুষ্ঠিত মেলায় প্লাস্টিক ফ্রি এলাকা করতে বদ্ধ পরিকর রাজ্য। সেই কারণেই এই ব্যবস্থা বলে জানা গেছে।
পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং (পিএইচই)- তরফে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য প্লাস্টিকের জলের পাউচ দেওয়া হয়। সেই পাউচ ব্যবহারের পর যাতে রিসাইকল করার ব্যবস্থা করা হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। শুক্রবার একটি বৈঠকের পর পরিবেশমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গঙ্গাসাগরে যাতে একেবারে দূষণমুক্ত পরিবেশ রাখা হয়। সেই কারনে পরিবেশ দফতর তথা পিএইচই -র পক্ষ থেকে চা খাওয়ার কাপ থেকে শুরু করে জলখাবারের প্লেট, গ্লাস সবই কাগজের বিতরণ করা হবে বিভিন্ন দোকানে। শুক্রবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক পি উলগাঁথন, সাগরের বিধায়ক বঙ্কিম হাজরা এবং উচ্চপদস্থ আধিকারিকেরা। সৌমেনবাবু জানান, গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা পুজো দেবার উদ্দেশ্যে নিজেদের সঙ্গে কিছু উপকরণ নিয়ে আসেন। কমিটির তরফ থেকে তাঁদের সেগুলির পরিবর্তে পরিবেশ সহায়ক ক্যারিব্যাগ দেওয়া হবে, যাতে তাঁরা প্লাস্টিক ব্যবহার না করেন।
শোভনদেব বাবু জানিয়েছেন, গঙ্গাসাগরে দু'টি পাওয়ার সাপ্লাই লাইন রাখা হচ্ছে, যাতে একটি কোনও কারনে অচল হয়ে গেলে অপরটির মাধ্যমে সব কিছু সচল রাখা যায়। এর ফলে মেলায় অবিরাম বিদ্যুৎ সরবরাহ করা যাবে। আগত দর্শনার্থীদের মেলায় আকর্ষণের জন্য এবারে বিশেষভাবে কপিল মুনির আশ্রম আলোকমালায় সাজানো হচ্ছে। ৫২টি সাগরদ্বীপে, ২৩টি কাকদ্বীপে এবং ২২টি নামখানায় মোট ৮৭ পয়েন্ট আলোর ব্যবস্থা করা হয়েছে এবারের গঙ্গাসাগর মেলায়। রুদ্রনগর, কাকদ্বীপ এবং নামখানা-এই তিনটি সাবস্টেশন থেকে মেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। আসন্ন মেলায় প্রচুর শরণার্থী আগমনের আশা করছে জেলা প্রশাসন। সাগরের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ দফতর থেকে এলইডি লাইট লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বেণুবনেও আলো লাগানোর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে কারন এটিই সাগরে প্রবেশের মূল দ্বার। উল্লেখ্য, বুলবুলের প্রভাবে বেণুবনের এল বিহবস্থা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে গিয়ে নতুনভাবে আলোয় সাজানো হবে বেণুবনকে।