কথায় বলে ‘মাঘের শীত বাঘের গায়ে’ কিন্তু পৌষই বা কম কিসে? হাড়কাঁপানো ঠান্ডায় তো হাড়ে হাড়ে ঘষা লাগে বলা যায়| আর সেই কনকনে শীতে শরীরে কাঁপন ধরিয়ে দেওয়ার মরশুমে শুরু হয় গঙ্গাসাগর মেলা| পৌষ সংক্রান্তির পুন্যলগ্নে পুন্যার্থীরা ভিড় জমান গঙ্গাসাগরে পুন্যস্নান করে একটু পুন্যার্জনের জন্য| প্রতি বছরের ন্যায় পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে মানুষের ভিড় জমার সময় আগত| আর এই সময়ে গঙ্গাসাগরে নিরাপত্তা বলয়ে মোড়া হচ্ছে রাজ্যসরকারের উদ্যোগে| সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে মুড়িগঙ্গায় জলের নাব্যতা বাড়াতে শুরু হয়েছে ড্রেজিংয়ের কাজ| আগামী ৭ ই জানুয়ারী থেকে ১৭ ই জানুয়ারী পর্যন্ত চলবে এই মেলা| সূত্রের খবর থেকে জানা গেছে যে মেলা শুরুর আগে খোদ মুখ্যমন্ত্রী এসে দেখে গেছেন অবস্থা ও পুন্যার্থীদের জন্য সমস্তরকম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে| তৈরী করা হবে শৌচাগার, ব্যবস্থা করা হবে অত্যাধুনিক পরিষেবার দুটি বার্জের | থাকবে মেডিকেল পরিষেবা ও অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা| এছাড়াও সবথেকে নজিরবিহীন ব্যাপার হলো এই যে এবছর গঙ্গাসাগরে আগত পূন্যার্থীদের জন্য ৫ লক্ষ টাকা ইন্সিওরেন্স এর ব্যবস্থা। তাছাড়াও, গঙ্গাসাগরে যাওয়ার জন্য রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে বেশ কিছু অত্যাধিক বাস চালু করা হয়েছে। বছরের এই সময়টি যেহারে পুন্যার্থীরা ভিড় করে গঙ্গাসাগরে, যে হাতে গোনা নিদৃষ্ট কিছু রুটের বাস সেই ভিড়ের সামাল দিতে পারে না। তাই পুন্যার্থীদের সুবিধার কথা ভেবে এহেন পদক্ষেপ নিয়েছে বলে জানান রাজ্য পরিবহল দপ্তর।