সাগর ডাকে আয়...

গঙ্গাসাগর ডাকছে। তবু বাবুঘাটের সরকারী ক্যাম্প ছেড়ে বেরনোর উপায় নেই চার বোষ্টুমীর! এক যাত্রায় পৃথক ফল তো আর হতে পারে না।

  নবদ্বীপের আখড়া থেকে কার মুখ দেখে যে তাঁরা কপাল ঠুকে ট্রেনে উঠেছিলেন কে জানে, হাওড়ায় নামতে-না-নামতে সেই পোড়া কপালই দিল ঠুকে। তাও  আবার ষাট পেরনো সেজ বোষ্টুমীকে! কোথাও কিছু নেই, তবু যেই না প্ল্যাটফর্মে পা দিয়েছেন, অমনি পা পিছলে ‘ধড়াম’! সঙ্গে সঙ্গে চোখে দেদার সরষেফুল। বোঝেন মার পড়েছে মাজায়। তবু টেনেটুনে ওঠেন। ধর্মসখীরাও ‘কিচ্ছু হয়নি’ ‘কিচ্ছু হয়নি’ বলে সান্ত্বনা দিতে দিতে বাবুঘাটের ক্যাম্পে এনে তোলেন। কিন্তু পরদিন থেকেই মাজার ব্যথায় গঙ্গাসাগর উঠল মাথায়। এখনও নামেনি। এখন শুধু লঙ্গরে খাচ্ছেন, ক্যাম্পে শুচ্ছেন আর দিন গুনছেন করে একটু ঠিক হলে আখড়ায় ফিরবেন। ইষ্ট-নারায়ণ পথে বসিয়ে ছেড়েছেন, এখন সবেধন নরনারায়ণ আর নগদনারায়ণই ভরসা!

এটা শেয়ার করতে পারো

...

Loading...