শুরু হল গঙ্গাসাগর মেলা, এই ক’টা দিন কেমন থাকবে তাপমাত্রা?

৯ই জানুয়ারি, সোমবার শুরু হল গঙ্গাসাগর মেলা। এদিন মেলার উদ্বোধন ছিল। দেশ-বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই গঙ্গাসাগর মেলায় আসেন তীর্থ করতে। ইতিমধ্যে বহু মানুষ এসে গিয়েছেন এই উপলক্ষে।  

জানা গিয়েছে যে এই মেলা চলবে ১৭ই জানুয়ারি পর্যন্ত । তবে, এই গঙ্গাসাগর মেলা হয় শীতকালে। তাই মেলা চলাকালীন কেমন থাকবে আবহাওয়া? এই বছর কি হাড় কাঁপানো শীত পড়বে? কি বলছে আবহাওয়া দফতর।  

এটা তো সবাই জানে যে সমুদ্রের যেকোনও ধারে দাড়ালেই বুঝবেন হু হু করে হাওয়া বইতে থাকে। শীতে সেই হাওয়া প্রচণ্ড গায়ে লাগবে, সাথে ঠাণ্ডা থাকলে তো শীত লাগবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ছেন যে এই পুরো মেলার সময় আবহাওয়ার কোনওরকম কিছু পরিবর্তন হবে না। গঙ্গাসাগরের ওপর উত্তর-উত্তর পশ্চিমী হাওয়া বইবে। আর সেই শুকনো হাওয়া বইবে ১৭ই জানুয়ারি পর্যন্ত।

কিন্তু আবহাওয়া অফিস এটা জানিয়ে দিয়েছে যে এই বছর মেলার দিনগুলিতে মাঝরাত থেকে ভোর পর্যন্ত থাকবে ঘন কুয়াশা এবং সেই কুয়াশার পরিমাণ থাকবে অনেকটাই বেশী। ফলে দৃশ্যমানতা থাকবে অনেক কম আর বেলা বাড়ার সাথে-সাথে পরিষ্কার হবে আকাশ।

অন্যবারের থেকে দেখা যাচ্ছে যে এই বছর গঙ্গাসাগর মেলা দিনগুলিতে কিছুটা কম শীত থাকছে।

অন্যদিকে, গোটা রাজ্যে বেড়েছে তাপমাত্রা। কিন্তু আগে থেকেই এই বিষয়ে আবহাওয়া দফতর জানিয়েছেন যে আগামী ১০ই জানুয়ারি থেকে ফের কমবে পারদ এবং আগামী তিন দিন ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে।

গত সোমবার কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। দেখা গিয়েছে যে রবিবারের চেয়েও তাপমাত্রা বেড়েছে সোমবার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...