গনেশ মুখ্যোপাধ্যায় ১৯২৯ সালের ১৫ ই মার্চ কলকাতার পাইকপাড়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কালীতনয় মুখ্যোপাধ্যায়। প্রথম জীবনে তিনি ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাইকেল ইমপোর্ট ও হোলসেল ব্যবসা শুরু করেন। দাদা কার্ত্তিকচন্দ্রের সহায়তায় 'শ্রীমঞ্চ' নাট্যসংস্থায় যুক্ত হন। সেইখানেই তাঁর জীবনের প্রথম মঞ্চে অভিনয় প্রেমাংশু বসুর নির্দেশনায় 'চাকা' নাটকে। তিনি শিশির কুমার ভাদুড়ির বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। যেমন আলমগীর, প্রফুল্ল, চন্দ্রগুপ্ত ইত্যাদি। তিনি প্রথম বাঙালি যে পঞ্চাশ দশকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রথম অভিনয়ের জন্য বৃত্তি পান। এরপর তিনি ১৯৫৬ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আকাদেমি অব ডান্স, ড্রামা, মিউজিক নিয়ে তিনি ভর্তি হন। সেখানে তিনি 'মেক আপ' নিয়ে গবেষণা করেন। মেক আপে তিনি বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন রবীন্দ্রভারতী তে অধ্যাপনা ও করেন। তিনি যাত্রা পালাতে নির্দেশনা করেন। তিনি ছিলেন 'রঙ্গনা' থিয়েটারের কর্ণধার, নাট্যকার ও নির্দেশক। ছিলেন 'পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি'র সদস্য। তাঁর নির্দেশিত নাটক গুলির মধ্যে অন্যতম 'নটনটী বহ্নি', 'জয় জয়ন্তী', 'কী বিভ্রান্ত', 'মোসাহেব','বাদশাহি চাল' প্রভৃতি। এছাড়াও রয়েছে 'মুক্তধারা', 'শেষরক্ষা', 'ক্ষুধিত পাষাণ', 'তরণীসেন বধ'। ১৯৬৭ সালে তিনি দীনবন্ধু পুরস্কার পান এছাড়া ও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হন। ২০০৮ সালের ৮ ই মে তিনি মারা যান।