ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এবং আইআইটি খড়গপুর যৌথ উদ্যোগে ‘গান্ধীপিডিয়া’ তৈরির পরিকল্পনা নিয়েছে। মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য হিসেবে এই পিডিয়া তৈরির ভাবনা গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি এক বিবৃতিতে আইআইটি খড়্গপুর জানিয়েছে এই কর্মকান্ডের কথা। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মহাত্মা গান্ধীর জীবন, সাহিত্য এবং কর্ম কান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ‘ওয়ান-স্টপ পোর্টাল’ করা হবে।
প্রথম পর্যায়ে প্রায় গান্ধীজীর লেখা ৪০ টি বই ডিজিটালাইজড করা হবে।খড়গ আইআইটি সূত্রে জানা গিয়েছে, মাই এক্সপেরিমেন্টস উইথ দ্য ট্রুথ’ প্রথম বই। চেষ্টা করা হচ্ছে হিন্দি, বাংলা, মারাঠী, ের একাধিক আঞ্চলিক ভাষাতেও ডিজিটাল বুক অনুবাদ করা হবে ভবিষ্যতে।
গান্ধীজীর বইয়ের সঙ্গে সঙ্গে বক্তৃতা, চিঠি, গান্ধীজী ওপর যে সমস্ত গবেষণার কাজ হয়েছে সেই সব গবেষণাপত্রও গান্ধীপিডিয়ায় রাখার ভাবনা আছে।
যে কোনও বয়সের পাঠকরা যাতে তাঁর লেখা পড়তে পারে এবং বুঝতে পারে সে ভাবেই গড়ে তোলা হচ্ছে গান্ধীপিডিয়া।
সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রাই, বাল গঙ্গাধর তিলক, চন্দ্রশেখর আজাদ, ভগত সিং এর ওপরও এ রকম ডিজিটাল পিডিয়া তৈরির ভাবনা আছে।
পরের বছর মার্চে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে। সম্পূর্ণ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৪ সাল নাগাদ।