ভ্যালেন্টাইন্স ডে'র কাছাকাছি গ্যালেন্টাইন্স ডে

ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন ডে সারা বিশ্বে প্রেমিক যুগলের কাছে ভালোবাসার উৎসবের দিবস। চার পাশে লালের উৎসব আর প্রিয়জনকে মনের মত উপহার দিতে ব্যস্ত ভালোবাসার মানুষেরা। কিন্তু এই ভালোবাসা দিবসের গায়ে গায়ে রয়েছে আরেকটি বিশেষ সেলিব্রেশন ডে যার নাম গ্যালেন্টাইন্স ডে।এই উৎসবের ভাগিদার কিন্তু শুধু মেয়েরাই। এমেরিকার একটি জনপ্রিয় কমেডি সিরিজ ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন'-এর দ্বিতীয় সিজন এর ১৬ তম পর্বের নাম ছিল গ্যালেন্টাইন্স ডে। এই পর্বে গ্যালেন্টাইন্স ডে -এর কনসেপ্ট মন কেড়ে নেয় অগণিত দর্শকদের। তারপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে গ্যালেন্টাইন্স ডে।

গ্যালেন্টাইন্স ডে হল এক দিনের জন্য বয়ফ্রেন্ড বা হাসবেন্ড দের সরিয়ে রেখে শুধু মাত্র মেয়েরাই সেলিব্রেট করতে পারবে এমন একটি দিন। সকাল সকাল গার্লস গ্যাং এর সাথে একটি নির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে পড়া, তারপর হৈচৈ-খেলাধুলা-খাওয়া দাওয়া  নিয়ে কাটানো একটি দিন। এই দিনটি শুধুই মেয়েদের বন্ধুত্ব একসাথে পালন করার দিন। কোনওভাবেই ছেলেদের উপস্থিতি থাকবে না এই দিনের উদযাপনে। ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন' এ লেসলি নামের চরিত্র কে দেখা গেছিল বান্ধবীদের সাথে এরকমই একটি 'গ্যালেন্টাইন্স ডে' সেলিব্রেট করতে।পশ্চিমী বিশ্বে এবং সামাজিক মাধ্যমে এর কল্যানে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্যালেন্টাইন্স ডে উদযাপন। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...