কথা ছিল ২০২২ সালে ভারতের মহাকাশযানে করে ভারতীয়রা মহাকাশে যাবেন। কিন্তু শুক্রবার ১১জানুয়ারি বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়ে দিলেন ২০২১ সালের ডিসেম্বর মাসেই মানুষ পাঠানোর প্রকল্প 'গগনায়ন' উৎক্ষেপণ করবে ভারত। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, তিনজন পুরুষ মহাকাশযাত্রীর সঙ্গে একজন মহিলা যাত্রীও থাকতে পারেন ওই মহাকাশযানে। এতদিন রাশিয়া, আমেরিকা ও চীন-এই তিনটি দেশই কেবলমাত্র মহাকাশে মহাকাশযান পাঠিয়েছিল। ২০২১ সালে 'গগনায়ন প্রকল্প' সফল হলে পৃথিবীর মধ্যে চতুর্থ রাষ্ট্র হিসেবে ভারত মহাকাশযান পাঠাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এখনো পর্যন্ত যে সব দেশ মহাকাশে নভোশ্চর পাঠিয়েছে, তারা ওই সব দেশের মহাকাশযান থেকেই তা পাঠিয়েছে। ভারত থেকেও যাঁরা যাঁরা গেছেন, তাঁরা হয় রাশিয়া, নয়তো আমেরিকার মহাকাশযান থেকে পাড়ি দিয়েছেন মহাকাশে। এই প্রথম ভারতের নিজস্ব যানে ভারতীয়রা যাবেন মহাকাশে, এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে তিন জন পুরুষ মহাকাশযাত্রীর সঙ্গে একজন মহিলা মহাকাশযাত্রীকেও পাঠানোর কথা ভাবা হচ্ছে। এরকম করতে পারলে সেটা হবে বিরল নজির। কারন বিজ্ঞানী মহলের দাবি, প্রথমবার নিজ উদ্যোগে নভোশ্চর পাঠানোর সময় একজন মহিলা থাকলে তা ঐতিহাসিক হয়ে থাকবে। বিশ্বের কাছে এক অন্য বার্তা এনে দেবে। সেই সঙ্গে এইভাবে নভোশ্চর পাঠালে তা ভারতের মহিলা বিজ্ঞানীদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এখনো অব্দি পুরুষ নভশ্চারীর সংখ্যা প্রায় ৬০০র কাছাকাছি হলেও মহিলা নভশ্চারী মাত্র ৫০-এর সামান্য বেশি। এইভাবে সিদ্ধান্ত কার্যকর হলে আরো বেশি করে মহিলাদের এগিয়ে আসার জন্য তা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।এই অভিযান বাবদ ১০ হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে|