এবার নেটফ্লিক্সের পর্দায় নোবেলজয়ী মার্কেজের কালজয়ী উপন্যাস ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিচ্যুড’

সাহিত্যপ্রেমীদের জন্যে সুখবর। এবার নেটফ্লিক্স সিরিজে নয়া মোড়কে আসতে চলেছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস। মার্কেজের ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস্‌ অফ সলিচ্যুড’ উপন্যাসটিকে কেন্দ্র করে সিরিজটি দর্শকের সামনে উপস্থাপিত করা হবে বলে জানা গেছে।

১৯৬৭ সালে স্প্যানিশে প্রথম প্রকাশিত হয় এই কালজয়ী উপন্যাস। মার্কেজের শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে পরিচিত এই উপন্যাস ৩৭টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। বহুল পঠিত উপন্যাসটি এবার ওয়েব সিরিজে প্রদর্শন করতে পেরে স্বভাবতই খুশি নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

FotoJet (172)

একটি বিবৃতিতে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, “উপন্যাসটিকে পর্দায় উপস্থাপন করার ক্ষেত্রে অনুমতি প্রদান করেছেন মার্কেজের পরিবার, গত ৫০ বছরের মধ্যে এটাই প্রথম ও একমাত্র সময়।”  

উপন্যাসটির প্রেক্ষাপট ম্যাকোন্দো শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা মূলত একটি কাল্পনিক শহর। উত্তর কলোম্বিয়ায় নিজের শহর আরাকাতাকা থেকে অনুপ্রাণিত হয়েই এই কাল্পনিক শহরের জন্ম দিয়েছিলেন তিনি, এমনটাই মনে করেন মার্কেজ গবেষকরা।

১০৬০-৭০ এ লাতিন আমেরিকান সাহিত্যে যে প্রবল জোয়ার এসেছিল, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস্‌ অফ সলিচ্যুড’। জাদুবাস্তবতার আচ্ছাদনেই উপন্যাসটির কাঠামো নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। ইউরোপ ও উত্তর আমেরিকার আধুনিকতা ও কিউবার আভাঁ গার্দ সাহিত্যের প্রতি অনুপ্রাণিত হয়েই এই শৈলী গড়ে উঠেছিল।  

FotoJet (173) 

চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদা উপন্যাসটি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, “সার্ভেন্তেসের ‘ডন কিহোতে’র পর এটাই স্প্যানিশ সাহিত্যের শ্রেষ্ঠ উদঘাটন।“ অন্যদিকে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস্‌-এ জন লিওনার্দ লিখেছিলেন, “এই উপন্যাসের পর গুন্টার গ্রাস ও ভ্লাদিমির নবোকভের সাথে একই মঞ্চে জায়গা করে নিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।“

কলোম্বিয়ানবাসী মানুষদের কাছে মূল্যবান সম্পদ ছিলেন নোবেলজয়ী মার্কেজ। ২০১৪ তে ৮৭ বছর বয়সে তিনি দেহত্যাগ করলে, কলম্বিয়ার প্রেসিডেন্ট ৩ দিন গোটা দেশ জুড়ে জাতীয় শোকদিবস পালন করেন।

সুতরাং, উপন্যাস পাঠের পাশাপাশি এবার নতুনরূপে ওয়েবসিরিজের পর্দায় ধরা পড়তে চলেছে উপন্যাসটি। আর সেই অপেক্ষাতেই এখন প্রহর গুনছেন আপামর মার্কেজপ্রেমী মানুষ। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...