পৃথিবীর কক্ষে বসে নজর রাখবে ইসরোর জি স্যাট

 আর মাত্র সাত দিন | তার পরই পৃথিবীর কক্ষে নজরদারি চালাতে শুরু করবে  জিস্যাট সিরিজের উপগ্রহ জিস্যাট-১| ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে| বেশ কয়েকদিন আগেই জিস্যাট সিরিজের সবচেয়ে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ উৎক্ষেপণের কাজ সেরে ফেলেছে ইসরো| ইসরো পক্ষ থেকে জানানো হয়েছে,  শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে ৫ মার্চ বিকেলে মাটি থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা দেবে জিস্যাট-১। ইসরোর ২২৬৮ কেজি ওজনের এই স্যাটেলাইটটিকে ট্রান্সফার কক্ষ পর্যন্ত বহন করবে রকেট জিএসএলভি-এফ১০।

 পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে নজরদারি চালানোর পাশাপাশি আবহাওয়ার খবর জলবায়ু পরিবর্তন থেকে রেডিও যোগাযোগের করবে এই উপগ্রহটি|

এছাড়াও যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে গত ১৭ জানুয়ারি দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী ফ্রেঞ্চ গিনি লঞ্চপ্যাড থেকে জিস্যাট সিরিজের  জিস্যাট-৩০ স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পাঠানো | যার ওজন ৩৩৫৭ কেজি| জিস্যাট-৩০ উপগ্রহে রয়েছে কমিউনিকেশন ট্র্যান্সপন্ডার নামের বিশেষ প্রযুক্তি । দীর্ঘায়ু এই কৃত্রিম এই উপগ্রহটি বেশ কয়েক বছর পৃথিবীর কক্ষপথে কাজ করতে সক্ষম। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন,  দেশের দুর্গম প্রান্তেও যোগাযোগ করতে পারদর্শী এই উপগ্রহ।

 আর মাত্র সাত দিন | তার পরই পৃথিবীর কক্ষে নজরদারি চালাতে শুরু করবে  জিস্যাট সিরিজের উপগ্রহ জিস্যাট-১| ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে| বেশ কয়েকদিন আগেই জিস্যাট সিরিজের সবচেয়ে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ উৎক্ষেপণের কাজ সেরে ফেলেছে ইসরো| ইসরো পক্ষ থেকে জানানো হয়েছে,  শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে ৫ মার্চ বিকেলে মাটি থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা দেবে জিস্যাট-১। ইসরোর ২২৬৮ কেজি ওজনের এই স্যাটেলাইটটিকে ট্রান্সফার কক্ষ পর্যন্ত বহন করবে রকেট জিএসএলভি-এফ১০।

 পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে নজরদারি চালানোর পাশাপাশি আবহাওয়ার খবর জলবায়ু পরিবর্তন থেকে রেডিও যোগাযোগের করবে এই উপগ্রহটি|

এছাড়াও যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে গত ১৭ জানুয়ারি দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী ফ্রেঞ্চ গিনি লঞ্চপ্যাড থেকে জিস্যাট সিরিজের  জিস্যাট-৩০ স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পাঠানো | যার ওজন ৩৩৫৭ কেজি| জিস্যাট-৩০ উপগ্রহে রয়েছে কমিউনিকেশন ট্র্যান্সপন্ডার নামের বিশেষ প্রযুক্তি । দীর্ঘায়ু এই কৃত্রিম এই উপগ্রহটি বেশ কয়েক বছর পৃথিবীর কক্ষপথে কাজ করতে সক্ষম। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন,  দেশের দুর্গম প্রান্তেও যোগাযোগ করতে পারদর্শী এই উপগ্রহ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...