আর মাত্র সাত দিন | তার পরই পৃথিবীর কক্ষে নজরদারি চালাতে শুরু করবে জিস্যাট সিরিজের উপগ্রহ জিস্যাট-১| ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে| বেশ কয়েকদিন আগেই জিস্যাট সিরিজের সবচেয়ে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ উৎক্ষেপণের কাজ সেরে ফেলেছে ইসরো| ইসরো পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে ৫ মার্চ বিকেলে মাটি থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা দেবে জিস্যাট-১। ইসরোর ২২৬৮ কেজি ওজনের এই স্যাটেলাইটটিকে ট্রান্সফার কক্ষ পর্যন্ত বহন করবে রকেট জিএসএলভি-এফ১০।
পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে নজরদারি চালানোর পাশাপাশি আবহাওয়ার খবর জলবায়ু পরিবর্তন থেকে রেডিও যোগাযোগের করবে এই উপগ্রহটি|
এছাড়াও যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে গত ১৭ জানুয়ারি দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী ফ্রেঞ্চ গিনি লঞ্চপ্যাড থেকে জিস্যাট সিরিজের জিস্যাট-৩০ স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পাঠানো | যার ওজন ৩৩৫৭ কেজি| জিস্যাট-৩০ উপগ্রহে রয়েছে কমিউনিকেশন ট্র্যান্সপন্ডার নামের বিশেষ প্রযুক্তি । দীর্ঘায়ু এই কৃত্রিম এই উপগ্রহটি বেশ কয়েক বছর পৃথিবীর কক্ষপথে কাজ করতে সক্ষম। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, দেশের দুর্গম প্রান্তেও যোগাযোগ করতে পারদর্শী এই উপগ্রহ।
আর মাত্র সাত দিন | তার পরই পৃথিবীর কক্ষে নজরদারি চালাতে শুরু করবে জিস্যাট সিরিজের উপগ্রহ জিস্যাট-১| ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে| বেশ কয়েকদিন আগেই জিস্যাট সিরিজের সবচেয়ে অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ উৎক্ষেপণের কাজ সেরে ফেলেছে ইসরো| ইসরো পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে ৫ মার্চ বিকেলে মাটি থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশে রওনা দেবে জিস্যাট-১। ইসরোর ২২৬৮ কেজি ওজনের এই স্যাটেলাইটটিকে ট্রান্সফার কক্ষ পর্যন্ত বহন করবে রকেট জিএসএলভি-এফ১০।
পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে নজরদারি চালানোর পাশাপাশি আবহাওয়ার খবর জলবায়ু পরিবর্তন থেকে রেডিও যোগাযোগের করবে এই উপগ্রহটি|
এছাড়াও যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে গত ১৭ জানুয়ারি দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী ফ্রেঞ্চ গিনি লঞ্চপ্যাড থেকে জিস্যাট সিরিজের জিস্যাট-৩০ স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পাঠানো | যার ওজন ৩৩৫৭ কেজি| জিস্যাট-৩০ উপগ্রহে রয়েছে কমিউনিকেশন ট্র্যান্সপন্ডার নামের বিশেষ প্রযুক্তি । দীর্ঘায়ু এই কৃত্রিম এই উপগ্রহটি বেশ কয়েক বছর পৃথিবীর কক্ষপথে কাজ করতে সক্ষম। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, দেশের দুর্গম প্রান্তেও যোগাযোগ করতে পারদর্শী এই উপগ্রহ।