“কতই রঙ্গ দেখি দুনিয়ার”- গানের লাইন টা আপামর বাঙালীদের মধ্যে খুবই জনপ্রিয়।২০১৯-র আইপিএল-এ তেমনই এক রঙ্গমঞ্চ-এর খেল চলেছে ব্যাঙ্গালোর ও পাঞ্জাবের দ্বিতীয় ম্যাচে। ১৪ তম ওভার শেষ হতে না হতেই খেলোয়াড়দের মধ্যে ‘কি হল, কি হল’ রব। কারণ বল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই শেষ মেষ আম্পায়ার শামসুদ্দিন-কে নামতে হল বল খোঁজার কাজে, তিনিও খুঁজে পেলেন না বল। যার ফলে নেওয়া হল স্ট্র্যাটেজিক চাইম আউট। শেষমেশ কেউ বল খুঁজে না পাওয়ার ফলে নতুন বল আনা হল মাঠে। তার পর পকেটে হাত দিয়ে জিভ কাটলেন আম্পায়ার শামসুদ্দিন নিজেই। কেন? কারণ নিজের পকেটে বল রেখে পুরো ভুলে মেরে দিয়েছিলেন তিনি। অ্যাকশন রিপ্লেতে দেখা যায় ১৪ তম ওভার শেষ হওয়ার পর বোলার এসে বল দেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে। ওই ওভারে লেগ আম্পায়ার ছিলেন শামসুদ্দিন। ১৪তম ওভার শেষে টাইম-আউট ডাকেন আম্পায়ার। ঠিক তখনই অক্সেনফোর্ডের কাছ থেকে বল নিয়ে নিজের পকেটে রাখেন তিনি। তার পর বেমালুম ভুলে যান। মাঠে তো বটেই, এমন কাণ্ডের পর হাসাহাসি শুরু হয় ধারাভাষ্যকারদের মধ্যেও।