যাত্রা শুরু করলো এক সামুদ্রিক বিমান| এই বিমান যে সে বিমান নয়| এই বিমান বিশ্বের সর্বপ্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক এবং বাণিজ্যিক সমুদ্রবিমান| কানাডার ভ্যানকউভার এলাকায় সম্প্রটি হয়ে গেল এই বিমানটির পরীক্ষামূলক উড়ান| এই বিমান যারা পরিচালনা করলেন তারা সকলেই জানিয়েছেন, বিশ্বের মধ্যে এটিই প্রথম বিমান যা সম্পূর্ণ বৈদ্যুতিক|
সম্প্রতি, হারবার এয়ার এবং ম্যাগ্নিক্স-এর সহযোগিতায় ৬ জন প্যাসেঞ্জার নিয়ে একটি ছোট উড়ানে যায় ইলেকট্রিক মোটরযুক্ত এই বিমান| বিমান প্রস্তুতকারক সংস্থার দাবি, তাদের হাতে তৈরী এই বিমানটিই হতে চলেছে বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক সামুদ্রিক বানিজ্য বিমান| এভিয়েশন সেক্টরে কার্বন দূষণ কমাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ| হারবার এয়ার এবং ম্যাগ্নিক্স-এর তরফ থেকে জানানো হয়েছে, এই বিমান পরীক্ষায় পাশ করলেই এভিয়েশন সেক্টরে তৃতীয় একটি যুগের সূত্রপাত হবে| সম্পূর্ণ বৈদ্যুতিক যুগের শুরু প্রায় হতেই চলেছে| জানা গেছে, এই বিমানটিতে রয়েছে ৬ জন প্যাসেঞ্জার বসার মতো জায়গা, ডিএইচসি-২ ডি হ্যাভিল্যান্ড বিভার এবং রয়েছে ৭৫০ হর্স পাওয়ারের ম্যাগ্নি-৫০০ প্রপালশন সিস্টেম| এই বিমানটি এরআগে প্যারিসের এয়ার শো-তে জায়গা করতে পেরেছিল| সম্প্রতি, পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হলো তার|