ভারতীয় দলের বছরভর ঠাসা সূচি

টেস্টে আগের বছর এক নম্বরে শেষ করেছে ভারতীয় দল। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতা দেখিয়ে আসছে দল। এই বছরেও ভারতীয় দলের সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ।

বছরের শুরুতেই ৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজ শেষ হলেই ভারতে এসে পরবে অস্ট্রেলিয়া। ১৪ জানুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়া সিরিজ। যেখানে অজিদের বিরুদ্ধে ৩টি ওয়ান ডে খেলবে বিরাট কোহলির দল। এরপর বহুপ্রতীক্ষিত নিউজিল্যান্ড সিরিজ যেখানে হ্যাডলির দেশে ২৪ জানুয়ারি থেকে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে এবং দুটি টেস্ট খেলবে ভারত। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। এর মধ্যে তৃতীয় ওয়ান ডে হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হলেই ২৮ মার্চ থেকে শুরু হয়ে যাবে আইপিএল। যা চলবে ২৪ মার্চ পর্যন্ত।

জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় বাহিনী। এই সফরে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপরেই রয়েছে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষের পরে ইংল্যান্ড দল ভারতে আসবে সীমিত ওভারের সিরিজ খেলতে। এই সফরের পরেই নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষ হলে এরপর বহু প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর শুরু হবে ভারতের। যে সফরে চারটি টেস্ট ও তিনটি ওয়ান ডে খেলবে ভারত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...