ছ'টাকায় পাওয়া যাবে ভর পেট খাবার

 

মাত্র ছ'টাকায় ভাত, ডাল, সবজি। সপ্তাহের পাঁচদিন এই খাবার পাবেন এবার থেকে শহরের মানুষ। মঙ্গলবার কলকাতা পুরভবনে মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ তারক সিং ছ'টাকার এই খাবার খেয়ে ভ্রাম্যমাণ খাবারের গাড়ির উদ্বোধন করেন।

                   সপ্তাহের পাঁচদিন ভ্রাম্যমাণ পরিষেবায় এই খাবার পাওয়া যাবে। বাকি দু'দিন পাওয়া যাবে খিচুড়ি-তরকারি। পুরসভার এই উদ্যোগে সঙ্গে রয়েছে একটি এনজিও সংস্থা। 'অন্নপূর্ণা কি রসোই' নাম এই গাড়িটি ঘুরবে শহরের বিভিন্ন রাস্তায়। পুরসভার এক আধিকারিকের সূত্র থেকে জানা গেছে, আপাতত বিভিন্ন হাসপাতালের সামনেই এই গাড়ির দেখা পাওয়া যাবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাতে কলকতার হাসপাতালগুলিতে আসেন বিভিন্ন রকম রোগী এবং তার পরিজনেরা। তাঁদের চিকিৎসার খরচের পাশাপাশি খাওয়া খরচটাও একটা বিশাল আর্থিক অন্তরায় হয়ে দাঁড়ায়। সেই চাহিদা পূরণেই এই ভ্রাম্যমাণ খাবারের গাড়ির পরিকল্পনা। সস্তায় ভালো খাবার সব জায়গায় পাওয়া যায়না। তাই সরকারি তৎপরতায় এই পরিষেবার আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর। পরবর্তীতে শহরের রাস্তায় আরো গাড়ি নামবে

              যেভাবে দিন দিন বাজারদর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এরকম একটা উদ্যোগ যথেষ্টই প্রশংসার দাবি রাখে| বিশেষ করে যাঁরা আর্থিকভাবে একেবারেই অস্বচ্ছল, তাদের জন্য এই উদ্যোগ যথেষ্ট কার্যকরী হবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...