বন্ধুত্বের দিন

রুনা লায়লার বিখ্যাত গান-‘বন্ধু তিন দিন তর বাড়িতে গ্যালাম দেখা পাইলাম না’ বা সুমনের ‘চাইছি তোমার বন্ধুতা’ অথবা হালের ‘বন্ধু চল রোদ্দুরে মন কেমন’- এর মধ্যে দিয়ে কি আলাদা আলাদা ভাবে বন্ধুত্বের সংজ্ঞা পরিলক্ষিত হয়? আসলে বন্ধু হলো এমন একটি সম্পর্ক, যেখানে চাওয়া-পাওয়ার লেনদেন থাকেনা, থাকেনা কোনো হার-জিতের হিসেব-নিকেশ| নিপাট সহজ-সরল অথচ গভীর একটি সম্পর্কের নামই হলো বন্ধুত্ব| সেটা যে কোনো সম্পর্কের ভিত্তি মজবুত করতে সক্ষম| তা সে সন্তানের সঙ্গে পিতা-মাতার বা শিক্ষকের সঙ্গে ছাত্র-ছাত্রীর বা স্কুল-কলেজের ক্লাস মেট বা অফিসের কলিগ বা দূরভ্রমনের পথসঙ্গী বা ব্যবসার অংশীদার বা পাড়া প্রতিবেশী অথবা ভাই-বোন, স্বামী-স্ত্রী, শাশুড়ি-বৌমা, শ্বশুর-জামাই, বৌদি-ননদ, শ্যালক-জামাইবাবু, বৌদি-দেওর, শ্যালিকা-জামাইবাবু প্রভৃতি যে কোনও সম্পর্কের ভিত যদি বন্ধুত্বের আঁচে উষ্ণ না হয়, তাহলেই তাতে ফাটল ধরে| তা এ-হেন বন্ধুত্বের জন্য একটি কিভাবে পালনীয় হয়? আসলে এভাবে একটি দিন পালনের মাধ্যমে আমরা একটু গুরুত্ব দেবার চেষ্টা করি আমাদের বিভিন্ন সম্পর্কগুলিকে| এখনকার অতিব্যস্ত জীবনে যেন নিখাদ বন্ধুত্বের দিন উদযাপন একটু নির্মল বাতাস নিয়ে আসে আমাদের মনে|

  জানা যায়, ১৯১৯ সাল থেকেই আমেরিকায় বন্ধুত্বের দিনে  ফুল, কার্ড, রিস্ট-ব্যান্ড বাঁধার কল ছিল|তবে প্যারাগুয়ে-তে ১৯৫৮ সালে প্রথম ‘আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস’ পালিত হয়েছিল| ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেডের’ পক্ষ থেকে ৩০ জুলাই ১৯৫৮ সালে প্রথম বিশ্ব বন্ধুতা দিবস পালিত হয়| পরে ২০১১ সালের ২৭ এপ্রিল, ‘জেনারেল এসেম্বলি অফ দ্য ইউনাইটেড নেশনস’ ৩০ জুলাই কে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে| এখন বিভিন্ন দেশ তাদের নিজেদের মত করে বন্ধুত্বের দিন বেছে নিয়েছে| ভারতে এটি পালিত হয় আগস্ট মাসের প্রথম রবিবার| আসুন আমরা দিনটিতে শপথ নিই হাজার ব্যস্ততার মাঝেও আমরা যেন আমাদের সম্পর্কগুলোকে বন্ধুত্বের পরিভাষায় পরিমার্জিত করে সকলকে খুশি করে সকলের সাথে মিলে মিশে এগিয়ে চলি|

এটা শেয়ার করতে পারো

...

Loading...