আগামীকাল ২৬ জানুয়ারি, অর্থাৎ ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস।
জানা গিয়েছে যে এবারের প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বৃহস্পতিবার, অর্থাৎ আজ ভারতে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ।
প্রসঙ্গত, একেবারে শেষ মুহূর্তে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আমন্ত্রণ গ্রহণ করেছেন মাকরঁ। এখান থেকে বোঝাই যাচ্ছে যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মজবুত!
দু’দিনের সফরে আসছেন তিনি। ভারতে এসে এই দু’দিন কিভাবে সময় কাটাবেন তিনি?
জানা গিয়েছে বৃহস্পতিবার ভারতের ‘গোলাপি শহর’-এ নামবেন ফরাসি প্রেসিডেন্ট। সেদিন সেই শহর ঘুরে দেখবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদিও তাঁর সফরে যোগ দেবেন। এরপর একসাথে তাঁরা ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখবেন এবং রোড-শোয়েও অংশগ্রহণ করবেন।
বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে যে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ২টো ৩০ মিনিটে জয়পুর বিমানবন্দরে নেমেছেন মাকরঁ। সেখানে পৌঁছে তিনি প্রথমে আমের ফোর্ট, যন্তরমন্তর, হাওয়া মহল ঘুরে দেখেছেন। এছাড়া আমের ফোর্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি।
দেখা গিয়েছে প্রায় ৬ ঘন্টা জয়পুর শহরে কাটাবেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়া এই ভ্রমণের মধ্যেই সন্ধ্যা ৬টা নাগাদ একটি রোড শোয়ে তাঁর সাথে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এছাড়া জানা গিয়েছে যে এদিনই সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ তাজ রামবাগ প্যালেস হোটেলে ভারত এবং ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। সেই আলোচনায় হয়েতো ভারতের প্রস্তাবিত ২৬টি রাফাল-এফ (মেরিন সংস্করণ) এবং ৩টি স্করপেন সাবমেরিনও স্থান পাবে।
এরপরেই রাত ৮টা ৫০মিনিট নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
আগামীকাল, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে। সেখানে সকলের সাথে মাকরঁও থাকবেন।
এরপর সেদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। তারপর রাত ১০টা ০৫ মিনিট নাগাদ দিল্লি থেকে রওনা দেবেন ফরাসি প্রেসিডেন্ট, ইম্যানুয়েল মাকরঁ।
দেখা যাচ্ছে যে মাকরঁকে নিয়ে মোট পাঁচ জন ফরাসি রাষ্ট্রনেতা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়েছেন— প্রথমে, ১৯৮০ সালে ভ্যালেরি গিসকার্ড ডি’ইস্টাইং এসেছিলেন, ১৯৯৫ সালে জাক শিরাক, ২০০৮ সালে নিকোলাস সারকোজি এবং ২০১৬ সালে ফ্রাঁসোয়া ওলাঁদ। এছাড়া ১৯৭৬ সালে ফরাসি প্রধানমন্ত্রী হিসাবে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন শিরাক।