গড়ে উঠবে অবৈতনিক কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়

বাংলার কন্যাশ্রী ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এবারে কন্যাশ্রী পেয়ে শিক্ষিত হওয়া মেয়েরা যাতে আরও এগিয়ে যেতে পারে, তার জন্য এক ধাপ এগোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গড়ে উঠতে চলেছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় হতে চলেছে একেবারে অবৈতনিক। এই বিশ্ববিদ্যালয়ে পড়লে টাকা তো লাগবেইনা, উল্টে পাওয়া যাবে স্কলারশিপহিউম্যানিটিজ বিভাগের ছাত্রীরা দু'হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগের ছাত্রীরা আড়াই হাজার টাকা করে পাবেন।

        কৃষ্ণনগর সরকারি কলেজ মাঠের লাগোয়া অংশেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হবে বলে জানা গিয়েছে। আগে বছরে দেড় লক্ষ টাকা পারিবারিক আয়ের ছাত্রীরা কন্যাশ্রীর সুবিধা পেত। এখন সরকারি স্কুলে পড়া প্রত্যেক ছাত্রীই কন্যাশ্রী। তাই কন্যাশ্রী এখন নামি ব্র্যান্ড-এ পরিণত হয়েছে। সরকারি স্কুলগুলোর পড়াশোনার উন্নতির জন্য রাজ্য সরকারি তরফে বেশ কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের স্কুলের শিক্ষার্থীরা যাতে যুগের সঙ্গে তাল মেলানোর উপযোগী হয়ে উঠতে পারে, তার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার মধ্যে এই অবৈতনিক কলেজ তৈরির সিদ্ধান্ত সেই উদ্দেশ্যে আরো এগিয়ে গিয়ে রাজ্যের শিক্ষার্থীদের বলা যেতে পারে মেয়েদের এগোনোর পথকে আরও সুগম করে দিল। গাইঘাটার যে হরিচাঁদ-গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় হতে চলেছে, তার একটা ক্যাম্পাস গড়া হবে কৃষ্ণনগরে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...