অনাথ দুঃস্থদের প্রতি একটু ছায়ার ব্যবস্থা

এসেছে বর্ষাকাল, যখন তখন নামছে ঝেপে বৃষ্টি, আবর কখনো পড়ছে ঝিরিঝিরি ছন্দে| কিন্তু প্রশ্ন হলো সবার কাছে কি ছাতা আছে?

যদি বলেন আছেন তাহলে ভাবুন তাদের কথা যাঁরা খাবার কেনার টাকা নেই, তাঁরা ছাতা কিনবে কি করে?

এই কথা মাথায় রেখে গত ১১ই জুলাই দেশপ্রিয়পার্ক-এ ৩,০০০ জন অনাথ, দুঃস্থ বাচ্চাদের হাতে ছাতা ও খাবার তুলে দেওয়া হয়|

‘বেস্ট ফ্রেন্ড’ সোসাইটি ও ‘রাধা মীরা’ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে| ‘বেস্ট ফ্রেন্ড’ সোসাইটির চেয়ারম্যান রাজীব লোধা ও ‘রাধা মীরা’ ট্রাস্টের চেয়ারম্যান ভরত জে ম্যাহেতার তত্ত্বাবধানে এই আয়োজন সম্পাদিত হয়|

বিশেষ অতিথি হিসাবে দেবাশিস কুমার ও ওয়াসীম কাপুর ছিলেন এই অনুষ্ঠানে| তাঁরাই একে একে বাচ্চাদের হাতে ছাতা, কেক, বিস্কুট ও জল| দারিদ্র ও অনাথ স্কুলের বাচ্চাদের প্রতি এত উদারতা কতজন দেখায়| আমাদেরও সমাজের উন্নতির জন্য কিছু করা উচিত| |

এটা শেয়ার করতে পারো

...

Loading...