Fraud Alert: মুখ্যমন্ত্রীর নাম করে সোশ্যাল মিডিয়ায় ফ্রি রিচার্জের বার্তা! ‘ভুয়ো’ বলে সতর্ক করল কলকাতা পুলিশ

কিছুদিন আগেই প্রকাশ্যে এল ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল। ফলপ্রকাশ হতেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ছিল এক বার্তা। তার সঙ্গে ছড়াচ্ছিল একটা লিঙ্ক।

বার্তায় লেখা আছে, “‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গের মোবাইল ব্যবহারকারীদের জন্য ২৩৯ টাকায় ২৮ দিনের ফ্রি রিচার্জ অপেক্ষা করছে।...’’ অর্থাৎ ভোটে জেতার পর মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩৯ টাকার ২৮ দিনের জন‌্য মোবাইল রিচার্জ ফ্রি করে দিয়েছেন। এই সুযোগটি থাকছে এবছর ২৯ অক্টোবর পর্যন্ত। ‘westbengalfreerecharge.blogspot.com’ নামের একটি লিঙ্ক শেয়ারও করা হয়েছে তার সঙ্গে। বিনামূলের এই রিচার্জের জন‌্য ওই লিঙ্কে যেতে বলা হয়েছে।

এমন মেসেজ শেয়ার হতেই, রীতিমতো দুশ্চিন্তায় পোড়ে গিয়েছিলেন পুলিশ-প্রশাসন। কারণ, এই পোস্টটিতে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করা হয়েছে।

লালবাজার জানিয়েছে যে এই পুরো মেসেজটাই আসলে ‘ভুয়ো’। ফলে, যে কেউ এই লিঙ্কে একবার ক্লিক করলেই প্রতারণার শিকার হতে পারেন। উধাও হয়ে যাবে সমস্ত টাকা। সাইবার জালিয়াতের নতুন ফাঁদ এটা! তাই জনগণকে সতর্ক করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে প্রতারকেরা ওই বার্তা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুধু কলকাতা নয়, এই বার্তা ছড়িয়ে পড়েছে নানা জেলাতেও।

কিছুদিন আগে নদিয়ার করিমপুরের সীমান্তবর্তী এলাকায় এমন বার্তা ছড়িয়ে পড়েছিল। নদিয়ার করিমপুরেরই আনন্দপল্লির বাসিন্দা পেশায় দুধ ব্যবসায়ী গণেশ ঘোষ জানিয়েছেন যে শুক্রবার সকালে তাঁর মোবাইলে ওই মেসেজ আসে। ভোটের ফলাফল বেরনোর পরে এই মেসেজ পেয়ে তিনি সত্যি ভেবেছিলেন। তবে, পরে তাঁর ছেলে তাঁকে সাইবার প্রতারণার বিষয়ে বুঝিয়ে দিয়েছিলেন। এছাড়া বর্ধমান ১ ব্লকেও কেউ কেউ এই বার্তা পেয়েছিল।

যদিও অনেক মানুষই এই পোস্টে তেমন গুরুত্ব দেননি। তবে, কলকাতা পুলিশের পোস্টের পর সাধারণ মানুষ আরও সচেতন হবেন, এমনটাই মনে করছেন সকলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...