সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি খবর| সেই খবরে জানা যায়, ফিনল্যান্ডের সদ্যনির্বাচিত প্রধানমন্ত্রী সানা মারিন ঘোষণা করেছেন ফিনল্যান্ডে এবার থেকে সপ্তাহে কর্মদিবসের সংখ্যা কমে হতে চলেছে চারদিন| এরসাথে আরও বলা হয় যে, কাজের সময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘন্টায় আনা হচ্ছে| ভাইরাল হওয়া খবরে বলা হয়, সানা জানিয়েছেন তিনি চান তার দেশে কর্মচারীরা তাদের পরিবারের সাথে অধিক সময় অতিবাহিত করুন| সেই কারণে সপ্তাহে কর্মদিবসের সংখ্যা এবং কাজের সময় দুটি কমানো হতে পারে ফিনল্যান্ডে|
কিন্তু সম্প্রতি সানা মারিন নিজে জানান, সম্পূর্ণ খবরই মিথ্যে এবং এটি একটি রটনা মাত্র| মঙ্গলবারই সানার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয় এই কথা| ট্যুইটে জানানো হয়, এই নিয়ে কোনো ভাবনাচিন্তাই করছেন না সানা| এই নিয়ে সরকারের সাথে কোনরকম কথাবার্তাও শুরু হয়নি বলে জানা গেছে|
ফিনল্যান্ডে বর্তমানে সপ্তাহে ৫ দিন কর্মদিবস এবং দিনে ৮ ঘণ্টা কাজ করার রীতি প্রচলিত রয়েছে| সপ্তাহে কর্মদিবস কমানোর প্রস্তাব আসার সঙ্গে সঙ্গেই তা শিক্ষামন্ত্রী লি আন্ডারসন দ্বারা অতি উত্সাহের সাথে স্বীকৃত হয়| এরপরেই এই খবর ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়| সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির দৌলতে এই খবর দাবানলের মতো ছড়াতে শুরু করে| জানা যায়, গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে সানা কোনো এক আলোচনায় সভায় সপ্তাহে চার দিন কর্মদিবসের কথা বলেছিলেন| তাই সানা প্রধানমন্ত্রী হয়ে আসার পরেই সকলে সন্দেহ করে এবার তিনি চারদিনের কর্মদিবসের পথ প্রসস্ত করবেন|