৬৭ লক্ষ বছর আগের ফসিল পাওয়া গেল হিমাচল প্রদেশের সিমলা অঞ্চলে। প্রাথমিক ভাবে এটি একটি গাছের জীবাশ্ম বলে মনে করা হচ্ছে। খারাপাথর জেলায় পাওয়া প্রকান্ড প্রস্তরীভূত গাছটি মধ্যযুগের বলে মনে করা হচ্ছে। সময়টাকে ডাইনোসর যুগ বলে আরও স্পষ্ট করে দিয়েছেন হিমাচল প্রদেশ মিউজিয়ামের কিউরেটর এবং হরি চৌহান। ২৬০ থেকে ৬৫ লক্ষ বছর আগের।
গত ৩০ এপ্রিল জঙ্গল পরিদর্শনে যাবার সময় জীবাশ্মটি বনকর্মীদের নজরে পড়ে। ফরেস্ট অফিসার চান্দুলাল তহশিলদার জানিয়েছেন, বেআইনি জলা ভরাট নিয়ে অভিযোগ আসছিল কিছুদিন ধরে। এই অঞ্চলে বেশ কিছু খোঁড়াখুঁড়িও হয়েছে। তার জেরেই এত দিন আড়ালে থাকা জীবাশ্মটি সামনে আসে।
১১X৮ ফুটের উপবৃত্তাকার গড়ন। পাথর হয়ে যাওয়া গাছের গুঁড়ি দেখে এর প্রাচীনত্ব আন্দাজ করা যাচ্ছিল।
হিমাচলের এই আধিকারিক বলেন, শিবালিক রেঞ্জে জীবাশ্ম পাওয়া নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু হিমালয় রেঞ্জে বিরল। স্পিটিতে এরকম একটি মধ্যযুগীয় গাছের জীবাশ্ম পাওয়া গিয়েছিল।
তিনি জানিয়েছেন, এটি যদিই সত্যিই কোনও বৃক্ষ শ্রেণীর ফসিল হয় তাহলে, ভারতে জীবাশ্মবিদ্যা চর্চার ক্ষেত্রে সাম্প্রতিক আবিষ্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অন্য মাত্রা আনবে ভূতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রেও।
জানা গিয়েছে, বন-আধিকারিকদের সঙ্গে ভূতাত্ত্বিকদের একটি দল যুগ্মভাবে খারাপাথর জেলায় যেখানে এই জীবাশ্মের সন্ধান মিলেছে, সেই পুরো অঞ্চলটিতে পর্যবেক্ষণ চালাবে। হিমাচল প্রদেশের রাজ্য ভাষা-শিল্প-সংস্কৃতি বিভাগ সংরক্ষণ-পরিকল্পনা করছে।
এই বছর ফেব্রুয়ারির গোড়াতেই আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল হিমাচল প্রদেশ থেকে আদিযুগের জীবাশ্মের খোঁজ পেয়েছিলেন।