TK Chattunni Death: প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ ও জাতীয় লিগ চ্যাম্পিয়ন টিকে চাত্তুনি

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি। বুধবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। অন্যান্য লড়াই জিতলেও, এই লড়াইয়ে হার মানলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর কোচিংয়ে প্রথম বার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন ব্রিগেড দল।

১৯৯৭ সালে ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল সালগাওকার। ওই দলের কোচ ছিলেন টিকে চাত্তুনি। এরপরেই অমল দত্তের জায়গায় মেরুন-সবুজ দলের কোচ করে আনে চাত্তুনিকে। আর সেই বছরই প্রথম জাতীয় লিগ জেতে মোহনবাগান।

কেরলের ত্রিচুরের মানুষ ছিলেন চাত্তুনি। ভাস্কো, ওরকে মিলস, সেকেন্দ্রাবাদের হয়ে খেলেছেন তিনি। এছাড়া জাতীয় দলেও খেলেছেন তিনি। ১৯৭৩ সালে মারডেকা খেলেন দেশের জার্সিতে। এছাড়া সার্ভিসেস, গোয়া ও মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফি খেলেন।

তিনি দেশের অন্যতম সেরা ফুটবলার আইএম বিজয়নের প্রথম কোচও ছিলেন। কোচিং জীবনেও বেশ কিছু ক্লাবের দায়িত্ব নিয়েছেন তিনি। কেরল পুলিশ, এফসি কোচি, সালগাওকর, মোহনবাগান, ভিভা কেরলে কোচিং করেন চাত্তুনি।

কেরলের প্রাক্তন এই ফুটবলার এবং কোচে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মোহনবাগাবের প্রক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় দুঃখিত। তিনিও ছিলেন প্রথম জাতীয় লিগ জয়ী মোহনবাগানের সদস্য। তিনি জানিয়েছেন যে অমল দত্তের জায়গায় সালগাওকর থেকে এসেছিলেন চাত্তুনি। অমল দত্ত যে জায়াগায় মোহনবাগানকে পৌঁছে দিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই চাত্তুনি দলটাকে ধরেন এবং দলকে শিখরে তুলে তবেই থামেন। ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো দলে কোচিং করাটা ছুকি খুবই কঠিন। নতুন এক  জায়গা থেকে এসে চাত্তুনি যেভাবে মোহনবাগানকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা ছিল অবিশ্বাস্য। 

সবসময় হাসিমুখেই দেখা যেত চাত্তুনিকে। কলকাতা শহরে পা রাখলেই একবার হলেও মোহনবাগান ক্লাবে যাবেন। কেরলে বসেই কলকাতার ফুটবলের খোঁজখবর নিতেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে ভারতীয় ফুটবল ও কলকাতা ময়দানে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...