ভারতের হেড কোচের পদে আবেদন জানালেন জাতীয় দলের প্রাক্তন ম্যানেজার লালচাঁদ রাজপুত। এতদিন জিম্বাবোয়ে ন্যাশনাল টিমের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন মুম্বইয়ের এই প্রাক্তন ওপেনার। সরকারি হস্তক্ষেপের দরুন সম্প্রতি আইসিসি’র তরফ থেকে জিম্বাবোয়ে’কে নিষিদ্ধ ঘোষণা করায় ভারতের জাতীয় দলের হয়ে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচের পদে আবেদন জানানোর জন্য ৩০শে জুলাই পর্যন্ত সময়সীমা নির্ধারিত করেছিল বিসিসিআই। বর্তমানে কানাডায় গ্লোবাল টি২০ লিগ অনুষ্ঠিত হচ্ছে। চলতি লিগে অংশগ্রহণকারী উইনিপেগ হকস্ দলের হয়ে কোচিং করাচ্ছেন লালচাঁদ। সে দলে আবার যুবরাজ সিংহও রয়েছেন। সেই সূত্রেই, এ দিন কানাডা যাওয়ার পথে, ডেডলাইনের একেবারে অন্তিম লগ্নে দুবাই বিমানবন্দর থেকে বিসিসিআই এর কাছে আবেদন পত্র জমা দিয়েছেন তিনি।
এর আগে তিনি জিম্বাবোয়ে ছাড়াও আফগানিস্তান জাতীয় দলের হেড কোচের দায়িত্ব কাঁধে নিয়েছেন। এছাড়াও, মুম্বই টি২০ লিগে অংশগ্রহণকারী আসামের একটি ডোমেস্টিক টিমের হয়ে দু বছর কোচিং করিয়েছেন। হেড কোচের পদে স্থান পাকা না হলে, সে ক্ষেত্রে তাঁকে ব্যাটিং কোচের পদে নিযুক্ত করার আবেদন জানিয়েছেন ভারতেরই এই প্রাক্তন ক্রিকেটার।
১৯৮৫ থেকে ১৯৮৭ অবধি জাতীয় দলের হয়ে দুটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ২০০৭ এ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি২০ ক্রিকেট বিশ্বকাপের সময় জাতীয় দলের তৎকালীন ম্যানেজারের পদে ছিলেন। জানা যাচ্ছে, রাজপুতের পাশাপাশি ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং’ও কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করে আবেদন জানিয়েছেন। ভারতের হেড কোচের পদে রয়েছে টম মুডি, গ্যারি কার্স্টেন, মাহেলা জয়বর্ধনের মতো একাধিক হেভিওয়েট নাম। এখন দেখার বিষয়, জাতীয় দলের সিনিয়র হেড কোচ হিসেবে এদের মধ্যে কে নির্বাচিত হন।
“বিগত ২০ বছর ধরে বিভিন্ন স্তরে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে আমার। আমিই একমাত্র ভারতীয় কোচ, যে আফগানিস্তান, জিম্বাবোয়ের মতো আন্তর্জাতিক দলগুলিতে কোচিং করিয়েছে। এই প্রতিভাপূর্ণ ভারতীয় দলে কোচিং এর দায়িত্ব পেলে আমি খুব গর্বিত হব।“ বলছেন ৫৬ বছরের এই প্রাক্তন ক্রিকেটার।
বিশ্বকাপের পর, চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের সুবাদে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত রবি শাস্ত্রীর মেয়াদ বাড়ানো হয়েছে। তারপরেই ঘোষণা করা হবে ভারতের আগামী কোচের নাম। যদিও বিরাট কোহলি সহ দলের একাংশ কোচ হিসেবে ‘রবি ভাই’কেই চাইছেন। বিসিসিআই এর ক্রিকেট উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশ্বকাপ জয়ী কপিল দেব সহ প্রাক্তন কোচ অংশুমান গাইকোয়াড় ও শান্থা রঙ্গস্বামী জাতীয় দলের কোচ নির্বাচিত করবেন। হেড কোচের পাশাপাশি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচকেও নির্বাচিত করবেন তাঁরা।