প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়৷ দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। লন্ডনের কিংগস কলেজ হসপিটালে চিকিৎসা চলছিল তাঁর৷ কিন্তু আর লড়াই করতে পারলেন না এই কিংবদন্তি খেলোয়াড়। ৩১ শে জুলাই, ৭১ বছর বয়েসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।

হাইলাইটস:

১। প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়

২। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি

৩। বিসিসিআইও তার চিকিৎসার জন্য ১ কোটি টাকা দিয়েছিল 

ভারতের ক্রিকেট ইতিহাসে অংশুমান গায়কোয়াড় নিজেকে প্রতিষ্ঠা করে এসেছেন নিজের প্রতিভার মাধ্যমে। ২২ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি প্রায় ২০০ টির বেশি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ভারতের হয়ে খেলেছেন ৪০টি টেস্ট এবং ১৫টি ওয়ান ডে ম্যাচ।

অংশুমান গায়কোয়াডের আন্তর্জাতিক পরিসখ্যানঃ

টেস্ট ম্যাচ

ম্যাচ– ৪০

রান- ১৯৮৫

গড়- ২৯.৬৩

১০০ – ২

৫০- ১০

উইকেট- ২

ODI

ম্যাচ– ১৫

রান- ২৬৯

গড়- ২০.৬৯

৫০- ১

উইকেট- ১

এছাড়াও তিনি ভারতীয় দলের কোচ হিসেবে দলকে প্রশিক্ষণ দিয়েছেন। ১৯৯২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি পুরুষদের জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন। ভারতীয় দলের কোচ হিসেবেও উল্লেখযোগ্য সফলতা পান তিনি৷ তাঁর কোচিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয় ভারত৷ এ ছাড়াও ১৯৯৮ সালে শারজায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত৷ কিন্তু কিছু বছর পর এই পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার জায়গায় কোচ হিসেবে আসেন কপিল শর্মা। কিন্তু ভারতীয় ক্রিকেটার হিসেবে তার নাম স্মরনীয় হয়ে থেকেছে ভারতীয়দের মনে।

ক্যান্সারের সাথে প্রতিনিয়ত লড়াই করে গেছেন গায়কোয়াড়। জানা গেছে, বিসিসিআইও তার চিকিৎসার জন্য ১ কোটি টাকা দিয়েছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে তার পক্ষে লন্ডনে চিকিৎসা করানো আর সম্ভব হয়ে উঠছিল না। তাই তিনি ১ মাস আগে ভারতে ফিরে আসেন। কিন্তু শেষ রক্ষা হল না আর।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...