আরজি করের ফরেনসিক

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তৈরী হতে চলেছে ফরেনসিক ল্যাবরেটরি। এতদিন ধরে বেলেঘাটার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিই  ছিল একমাত্র ভরসা। সূত্রের খবর অনুযায়ী,  সম্প্রতি নবান্নে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল শুদ্ধোধন বটব্যাল রাজ্যের একাধিক পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এক বৈঠকে রাজ্যের ১০টি মেডিকেল কলেজে ফরেনসিক ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে আরজি কর হাসপাতালেই প্রথম চালু হবে সেই ফরেনসিক ল্যাবরেটরি। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল বলেন, "এখানে মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বিভাগ রয়েছে। ফলে প্রাথমিক প্রযুক্তি রয়েছে। কিছুটা পরিকাঠামোগত উন্নতি করলেই খুব সহজেই ফরেনসিক ল্যাবরেটরি তৈরি করা যাবে" তিনি আরো বলেন, ল্যাবরেটরির জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিনিধিরা পরিদর্শনে আসবেন। তাঁদের সাথে  একটি কমিটি গঠন করা হবে। তাতে ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন বিভাগের অধ্যাপকরা থাকবেন। তিনি বলেন, "সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে কাজের চাপ ক্রমশ বাড়ছে। ফলে সহজ কোনও টেস্টের রিপোর্ট পেতেও অনেক সময় লাগছে। কখনও কখনও রিপোর্ট পেতে মাস ছয়েকও লেগে যাচ্ছে। আমাদের এখানে ল্যাবরেটরি তৈরি হলে দ্রুত রিপোর্ট পাওয়া যাবে। ফলে দ্রুত শুরু করা যাবে তদন্ত"অনেক কেসের ফরেনসিক রিপোর্ট আসতে  দেরি হত। যার প্রভাব পড়ত কেস গুলিতে। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফরেনসিক ল্যাবরেটরি তৈরী হলে সুবিধা হবে বলেই জানায় রাজ্য সরকার

এটা শেয়ার করতে পারো

...

Loading...