বুধবার কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী প্রায় ৪৫ লক্ষ টাকার বিদেশি টাকা বাজেয়াপ্ত করলো দিল্লি বিমানবন্দরে| জানা গেছে রান্না করা মাংস, চীনাবাদামের খোসার মধ্যে করে বিদেশি টাকা পাচার করছিলেন এক ব্যক্তি| শুধু তাই নয়, সিল করা বিস্কিটের প্যাকেটের মধ্যে করেও পাচার করা হচ্ছিল সেই টাকা| বুধবার দিল্লি বিমানবন্দর থেকে ৫০৮টি বিদেশি টাকাসহ সেই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা রক্ষীরা|
জানা গেছে, ধৃত ব্যক্তির নাম মুরাদ আলী| বছর ২৫ এর মুরাদকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের কাছে অস্বাভাবিকভাবে ঘুরতে দেখেই সন্দেহ হয় সেখানে উপস্থিত নিরাপত্তা রক্ষীদের| জানা যায়, সেই মুহূর্তে সেখান থেকে এয়ার ইন্ডিয়ার একটি দুবাইগামী বিমানের উড়ান শুরু হওয়ার কথা| সিআইএসএফ-এর মুখপাত্র হেমেন্দ্র সিং জানান, যেই সময়ে সমস্ত যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা হচ্ছিল সেই সময়েই মুরাদের ব্যাগ থেকে বিদেশি টাকা পাওয়া যায়| দেখা যায়, রান্না করা মাংসের বল, চীনাবাদামের খোসা এমনকি বিস্কিটের প্যাকেটকেই বিদেশি টাকা লুকানোর জন্য ব্যবহার করেছে সেই ব্যক্তি| সোশ্যাল মিডিয়ায় সিআইএসএফ-এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, চীনাবাদামের খোসা ভাঙার সঙ্গে সঙ্গেই তার ভিতর থেকে বেরিয়ে আসতে থাকে বিদেশি টাকা| একইভাবে, মাংসের বল এবং সিল করা বিস্কিটের প্যাকেট কাটতেই বেরিয়ে আসে সেইসব টাকা| এরপরেই সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ|
Vigilant #CISF personnel apprehended a passenger namely Mr Murad Alam carrying high volume of foreign currency worth approx. INR 45 lakh concealed in peanuts, biscuit packets & other eatable items kept inside his baggage @ IGI Airport, Delhi. Passenger was handed over to customs. pic.twitter.com/AJgO6x4WjN
— CISF (@CISFHQrs) February 12, 2020