Force Gurkha 5 Door Launches: বাজারে এল ৫ দরজার ফোর্স গুর্খা! কী নতুন ফিচার্স রয়েছে এই গাড়িতে?

গাড়িপ্রেমীদের জন্য এবার ভারতীয় গাড়ি বাজারে লঞ্চ হল ৫ দরজার ফোর্স গুর্খা। ডুয়াল টোন কালারের সাথে এই গাড়িতে রয়েছে ৭ আসনের লেআউট এবং তৃতীয় সারির আসনে পাওয়া যাবে ক্যাপ্টেন সিট। তবে গাড়ির ডিজাইন একেবারে তিন দরজার ফোর্স গুর্খার মতনই রয়েছে। এছাড়া এক রয়েছে ইঞ্জিন ক্যাপাসিটি, তবে তার শক্তি নির্গমন একেবারে আলাদা।

বাজারে লঞ্চ করতেই গ্রাহকদের কাছে গাড়ির দাম ঘোষণা করে দিয়েছে সংস্থা। কিরকম দাম রাখা হয়েছে এই ৩ দরজা এবং ৫ দরজার ফোর্স গুর্খা গাড়ির? 

জানা গিয়েছে তিন দরজার মডেলটির দাম ১৬.৭৫ লাখ টাকা (এক্স-শোরুম) এবং পাঁচ দরজার মডেলটির দা, শুরু ১৮ লাখ টাকা থেকে। এটি গাড়ির বেস মডেলের দাম।

এই ৫ দরজার ফোর্স গুর্খার কি ডিজাইন এবং কি নতুন ফিচার্স রয়েছে?

জানা গিয়েছে এই গাড়িটি চার চাকার ডিজাইনে বক্সি SUV চেহারা নিয়ে গ্রাহকদের সামনে এসেছে। এছাড়া গাড়ির সামনে রয়েছে দুটি গোল LED হেডলাইট। এছাড়া নতুন ১৮ ইঞ্চি অ্যালয় হুইলও পাওয়া যাবে এই গাড়িতে। পেছন দিকে রুফ মাউন্টেড স্পেয়ার হুইল এবং LED টেল লাইট রয়েছে।

গাড়ির ভিতর রয়েছে অপরিবর্তিত ড্যাসবোর্ড। এতে রয়েছে রুফ মাউন্টেড এসি, ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে কানেকশন এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। গাড়ির চার জানলাতেই পাওয়ার উইন্ডো সুবিধা মিলবে। তিন দরজার মডেলে ফ্রন্ট পাওয়ার উইন্ডো রয়েছে। এছাড়া গাড়িতে প্যানারমিক উইন্ডোর সুবিধাও পাওয়া যাবে।

জানা গিয়েছে যে এই গাড়ি শক্তির দিক থেকে Mercedes-Benz G Class SUV-কে টেক্কা দিতে সক্ষম। সেফটির দিক থেকেও কোনওরকম আপস করেনি ফোর্স গুর্খা। ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন-সহ অ্যান্টি লক ব্রেকিং এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম সবকিছুই রাখা হয়েছে গাড়িতে।

আরও জানা গিয়েছে যে এই ৫ দরজা ও ৩ দরজা, দুই মডেলই পাওয়া যাবে ৪*৪ ড্রাইভট্রেন। এই নতুন গাড়িতে ২.৬ লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ ১৪০ পিএস শক্তি এবং ৩২০ এনএম টর্ক তৈরি করতে পারবে। এছাড়া গাড়িতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং গাড়িতে পাবেন ফ্যাক্টরি ফিটেড স্নরকেল।

এই ৫ দরজা ফোর্স গুর্খা অন্যান্য ৫ দরজা গাড়িকে চ্যালেঞ্জ জানাতে পারবে। সেই গাড়িগুলি হল মারুতি জিমানি এবং মাহিন্দ্রা থার। তবে, এখনও ৫ দরজার থার বাজারে লঞ্চ হয়েনি। চলতি বছরের ১৫ আগস্ট গাড়িটিকে প্রকাশ্যে আনবে মাহিন্দ্রা। কিন্তু তার আগে বাজারে গ্রাহকদের জন্য ৫ দরজার দুরন্ত অফ-রোড SUV লঞ্চ করে দিল ফোর্স গুর্খা।

আর দেরি না করে বুক করে ফেলুন এই গাড়ি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...