ফোর্বস এশিয়া পাওয়ার উওমেন লিস্টে চার ভারতীয় মহিলা উদ্যোগীর নাম একসঙ্গে। বাধার প্রাচীর ভেঙে যে সব মহিলারা নিজেদের কর্মক্ষেত্রে শীর্ষ স্থানে পৌঁছেছেন এবং আলাদা করে চিনেছেন নিজেদের তাঁরাই উঠে এসেছেন এই তালিকায়।
বেশ কয়েক বছর পর ফোর্বসের তালিকায় এভাবে উঠে এল ভারতীয় মহিলাদের নাম।
এশিয়ার সেরা ২৫ জন মহিলাকে বেছে নিয়েছে সংস্থা। আগামী কয়েক দশক স্ব-স্ব ক্ষেত্রে এরাঁই শীর্ষে থাকবেন বলে আশাবাদী বাণিজ্যিক মহল।
কেরিয়ার গ্রাফ এবং ট্র্যাকরেকর্ড দেখেই এই তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয়দের মধ্যে তালিকার প্রথম নামটি ফাল্গুনী নায়ার জনপ্রিয় একটি অনলাইন বাণিজ্যিক সংস্থার প্রতিষ্ঠাতা। ফিকি লেডিস অর্গানাইজেশনের ‘সেরা’র পুরস্কার পেয়েছিলেন।
উপাসনা টাকু স্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট সায়েন্সের ছাত্রী ছিলেন। লোভনীয় চাকরি, গ্রিন কার্ডের সুযোগ ছেড়ে নিজের অনলাইন প্রতিষ্ঠান শুরু করেন।
ফ্যাশন দুনিয়ায় অনিতা ডোংরা জনপ্রিয় ব্র্যান্ডনেম। সারা বিশ্বে ২৭২ টি ফ্যাশন স্টোর আছে অনিতার। ১৯৯৫ তে কেরিয়ার শুরু করেন।
স্মিতা জাটিয়া। ইটিং আউট ইন্ডাস্ট্রির অন্যতম নামী ফুড চেন সংস্থার প্রতিষ্ঠাতা।
ফোর্বস তালিকার একদম প্রথম নামটি চীনের জেনি লি’র।