রাত শেষে গঙ্গাসাগরের গাঢ় কুয়াশা এক সময় পাতলা হয়ে আসে। তখন সি-সোরে খোলা আকাশের নীচে বড় টয়লেট সারতে সারতে অনেকেই ফিল করেন অদূরেই তাঁরা আছেন। তাঁদের এক হাতে বালতি আর এক হাতে বেলচা। কেউ হালকা হয়ে সরে পড়লেই তাঁরা সেই জায়গাটা সাফ করে ফেলেন। ভোর থেকে রাত, এই তাঁদের রোজনামচা। তাঁরা সিটি এবং সুবার্বের মানুষ। স্বচ্ছ ভারতের শ্লোগান ওঠার বহুবছর আগে থেকেই তাঁরা ফি-বছর গঙ্গাসাগর স্বচ্ছ রাখতে এগিয়ে আসেন। স্বেচ্ছায়। তাঁদের মধ্যে কেউ স্টুডেন্ট, কেউ টিচার, কেউ হাউস ওয়াইফ, কেউ বিজনেস ম্যান আবার কেউ বা অন্য কোন প্রফেশনের মানুষ। কিম্বা, নেহাতই আম আদমি।
মেলায় আসা লক্ষ লক্ষ লোককে তো আর বানানো টয়লেটে যেতে বাধ্য করা সম্ভব নয়। তাই তাঁরা আছেন বলেই এত মানুষের সমাগমেও গঙ্গাসাগর থাকে স্বচ্ছ।
রাত শেষে গঙ্গাসাগরের গাঢ় কুয়াশা এক সময় পাতলা হয়ে আসে।