জামাই এল ঘরে

সম্ভ্রান্ত শ্বশুরমশাইয়ের সঙ্গে মধ্যবিত্ত জামাইয়ের সংঘাত তো চেনা ছকের গল্প বলে অনস্ক্রিনে। কিন্তু এই সংঘাত বা দ্বন্দ্ব যদি হয় মশলাদার ফরম্যাটে! কেমন হবে বলুন তো ব্যাপারটা? ‘হবে’ কী? ‘হচ্ছে’ তো। পরিচালক অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় বানিয়ে ফেলেছেন জি বাংলা অরিজিনালস-এর জন্য তাঁদের নতুন ছবি ‘জামাই এল ঘরে’। নাম দেখেই বোঝা যাচ্ছে হাসির ফোয়ারা ছোটার সম্ভাবনা রয়েছে এই ছবিতে। আর সেই হাসির ফোয়ারা ছোটানোর দায়িত্বে আছেন সব্যসাচী চক্রবর্তী এবং সমদর্শী দত্ত। কী ভাবে? গল্পটা তা হলে খুলেই বলা যাক। মেয়ের বিয়ের পর দিব্যকান্তি বাবু ঠিক করেছে দিনকয়েকের জন্য কাজকর্ম থেকে ব্রেক নেবে। অর্থাৎ অফিস থেকে ছুটি নেবে। আর সেই ছুটি নিয়ে সে কী করবে? ছুটি নিয়ে সে একটা ধামাকেদার ভাল সময় কাটাতে চায়। ওই সময়ে সে কী কী করবে তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে সে। সে বই পড়বে, গান শুনবে, ভোরের সূর্যোদয় দেখবে, ঘরে বানানো ভাল ভাল বাঙালি খাবার খাবে, নিজের সবথেকে পছন্দের কুর্তা-পাজামা পরে আরাম কেদারায় বসে আয়েশ করবে। এত্ত সব প্ল্যান প্রোগ্রাম যখন তৈরি তখনই তার বাড়িতে এসে হাজির হয় তার আদরের জামাই পলাশ। সে প্রায় লোটাকম্বল নিয়ে এসে হাজির হয়েছে শ্বশুরবাড়িতে।

কবে যে পলাশ নিজের বাপের ঘরে ফিরবে তার কোনও ঠিকঠিকানা নেই। শুধু কি তাই? শ্বশুরবাড়িতে এসে রীতিমতো জাঁকিয়ে বসেছে সে এবার। শ্বশুরের আরাম কেদারা থেকে শুরু করে, টিভি, ভিডিও প্লেয়ার, জুতো, খাবার, বারান্দা, পুরনো গানের সংকলন যা দিব্যকান্তির সংগ্রহে ছিল তা সবই পলাশ জবরদখল করে নেয় কারণ সে দিব্যকান্তির আইনত জামাই! এই নিয়ে গণ্ডগোল যখন তুঙ্গে তখন শেষ হয় দিব্যকান্তির ছুটির মেয়াদ। দিব্যকান্তি ঠিক করে এই জামাইকে একটা শিক্ষা দিতেই হবে। কিন্তু কেমন সেই শিক্ষা? সে কি আদৌ পারবে জামাইকে উপযুক্ত শিক্ষা দিতে? সময় দেবে তার উত্তর।

জি বাংলা সিনেমায় আসছে এই ছবি। ছবিটি বানিয়েছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ। এই ছবিতে দুটি চরিত্রে অভিনয়ও করতে দেখা যাবে এই পরিচালক জুটিকে।

দিব্যকান্তির চরিত্রে থাকছেন সব্যসাচী চক্রবর্তী এবং তার খাস জামাইয়ের চরিত্রে সমদর্শী দত্ত। দিব্যকান্তির মেয়ের চরিত্রে ঋদ্ধিমা ঘোষ। এই প্রথম রিয়েল লাইফ বউমা’র সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সব্যসাচী চক্রবর্তী। ঋদ্ধিমা এখানে সব্যসাচীর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী’র চরিত্রে অভিনয় করছেন তুলিকা বসু।

‘জামাই এল ঘরে’ দেখুন ২৯ জুন সন্ধে ৭ টায়।    

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...