ফুটবল বিশ্বকাপ ২০১৮-য় গোটা বিশ্ব তথা কলকাতা এখন ফুটবল জ্বরে আক্রান্ত বাদ পরেনি জামাইষষ্ঠীও|বাঙালির বারো মাসে তেরো পার্বনের এক পার্বন হলো জামাইষষ্ঠী আর তাতে কোনো নতুন অভিনবত্বে ভরপুর মিষ্টি থাকবে না তা কখনো হয়|আর এখন গোটা কলকাতা ফুটবল জ্বরে ভুগছে যে জ্বর আগামী ১৫ই জুলাইয়ের আগে কমার নয়, তারই প্রভাব এবার বাঙালির পাতে থুড়ি জামাইদের পাতে|বাঙালি যেমন মিষ্টিপাগল তেমনই ফুটবলপাগল তাই এটি তারই প্রভাব বলা যায়|শহর থেকে শহরতলি সর্বত্র জামাইষষ্ঠীর মিষ্টিতে বিশ্বকাপের ছোঁয়া দিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা|ব্রাজিল,আর্জেন্টিনা,পর্তুগাল বিভিন্ন দেশের পতাকার রঙে যেমন মিষ্টি তৈরী হয়েছে তেমনই তৈরী করা হয়েছে মিষ্টির ফুটবল বাদ পরেনি মেসি বা রোনাল্ডোর মিষ্টির মূর্তিও|প্রতি চার বছর পর পর আসে ফুটবল বিশ্বকাপ আর তাতেই একটু অন্য রকম স্বাদ নিতে চাইছেন আট থেকে আশি সকলেই|