দুর্গাপুজোতেই কলকাতা শহরে আসতে চলেছে ব্রাজিলের রোনাল্ডিনহো গাউচো

আর্জেন্টিনার মার্তিনেজের পর কলকাতা শহরে এবার রোনাল্ডিনহো গাউচো। অক্টোবার অর্থাৎ দুর্গাপুজোতেই আসছেন তিনি। ঠাকুর দেখার সাথে বিশ্বজয়ীকে সামনে থেকে দেখার সুযোগ রয়েছে ফুটবলপ্রেমীদের। ২০০২-র বিশ্বকাপ জয়ী, ২০০৫-র ব্যালন ডি’ অর জয়ী কিংবদন্তি কলকাতায় কাটাবেন গোটা দু’টো দিন! কিন্তু কবে আসছেন তিনি? ১৬ অক্টোবর অর্থাৎ দ্বিতীয়ায় কলকাতার বুকে পা রাখতে চলেছেন রোনাল্ডিনহো গাউচো। এরপর এখান থেকেই চলে যাবেন বাংলাদেশ শহরে। সেখানে একদিন কাটিয়ে ফিরে যাবেন নিজের শহর, ব্রাজিলে।  

Untitledsdafvasdzcvasdzvsda_11zon

যিনি মেসি, মারাদোনা, মার্টিনেজদের নিয়ে এনেছেন। তিনিই আনতে চলেছেন ব্রাজিলের রোনাল্ডিনহো গাউচো। তিনি হলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। শোনা যাচ্ছে রোনাল্ডিনহো যেহেতু কলকাতায় দু’দিন থাকবে, প্রত্যেকেই মনে করছেন কলকাতা ফুটবল লিগে একটি দলের জার্সি পরে মাঠে নামতে পারে।

বিশ্বজয়ী গাউচো কলকাতা সফরে যখন আসবে সেই সময় শহরবাসী মেতে থাকবে শারোদৎসবে। তাহলে দুর্গাপুজোর সময় বলে কি এই বিশ্বজয়ীকে আমরা বাঙালির প্রিয় ধুতি-পাঞ্জাবিতে পুজো প্যান্ডেলে দেখতে পেতে পারি? এই বিষয়ে শতদ্রু দত্ত জানান, ‘‘পুজোর সঙ্গে ফুটবলকে মিলিয়ে দিতেই তো এই সময়টা বেছে নেওয়া! খাস কলকাতা তো বটেই শহর লাগোয়া চারটে প্যান্ডেলে যাবেন রোনাল্ডিনহো। বল পায়েও নামবেন। চলতি সপ্তাহেই রোনাল্ডিনহোর পুরো সফরসূচির চূড়ান্ত করে ফেলা হবে। ভিডিও বার্তার মাধ্যমে ম্যাজিশিয়ান কলকাতায় আসার খবর নিজেই জানাবেন।’’

শতদ্রু আরও জানা, ‘‘বিশ্ব ফুটবলে কিংবদন্তির অভাব নেই! কিন্তু দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি ছাড়া যার পায়ের জাদুতে মোহিত হতে হয়, তিনি অন্য কেউ নন। ফুটবলের ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো।”

রোনাল্ডিনহো গাউচোর ক্যারিয়ারের পরিসংখ্যানও নিজেদের পক্ষে কথা বলে। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ১৪৫ম্যাচে ৭০ গোল। ব্রাজিল সিনিয়র দলের জার্সিতে ৯৭ম্যাচে ৩৩ গোল! ২০০৪ এবং ২০০৫ মৌসুমে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ‘ম্যাজিসিয়ান’-ই বটে। সেই ম্যাজিসিয়ান এখন কলকাতা ফুটবল্প্রেমীদের কাছেই আসতে চলেছে। সেই দিনেরই অপেক্ষায় গোটা শহরবাসী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...