ফুটব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আলিপুর চিড়িয়াখানার সামনে এস্কেলেটর সহ ফুটব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ২২.২.১৯ তারিখে তারকেশ্বর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই ফুটব্রিজ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পটি ছাড়াও রাজ্যের উন্নয়নে আরো কিছু প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী। এ শহরে অত্যাধুনিক এমন ফুটব্রিজ এই প্রথম।

আলিপুর চিড়িয়াখানার সামনে এই এলাকাটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা। আলিপুর চিড়িয়াখানা, জাতীয়গ্রন্থাগার, কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং একটি পাঁচতারা হোটেল সংলগ্ন এলাকায় রোজ বহু লোকের যাতায়াত হয়। রাস্তাটিতে যানবাহনের চলাচলের চাপ থাকে অনেক বেশি। রাস্তা পারাপার করতে বেশ সমস্যার সৃষ্টি হয় প্রতিদিন। এসবের ফলে রোজ যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম রাস্তায়। কলকাতা ট্রাফিকের খাতায় এই এলাকাটি দুর্ঘটনা প্রবন এলাকার তালিকায় রয়েছে। কয়েক বছর আগেই কলকাতা পুলিশের পক্ষে থেকে এই এলাকায় ফুটব্রিজ তৈরী করার জন্য পুরসভায় সুপারিশ করা হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়। এই আবেদনের ফলে পুরসভা ওই এলাকার পিপিপি প্রকল্পের অধীনে একটি ফুট ব্রিজ তৈরির উদ্যোগ নেয়।

ফুটব্রিজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় চার কোটি টাকাফুটব্রিজটি চলমান সিঁড়ি যুক্ত। ফলে প্রবীণ নাগরিকদের জন্য ওঠা নামা করা সুবিধাজনক হবে। ব্রিজের মাঝে মাঝে থাকবে এলইডি ডিসপ্লে। এই ডিসপ্লে বোর্ডে আরোহীরা জানতে পারবেন আবহাওয়ার খবর| এছাড়াও জরুরি পরিস্থিতির জন্য পুলিশের হেল্পলাইন নম্বর, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবা নম্বরও দেখানো হবে। রাস্তা থেকে সাড়ে ছয় মিটার উচ্চতায় নির্মাণ করা হয়েছে ফুটব্রিজটি। ফলে যে কোন ধরনের গাড়ি পার হতে পারবে এই ফুটব্রিজের নীচে দিয়ে বলে জানান পুরসভার আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী –র উদ্বোবধনের দুদিন পর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই ফুটব্রিজটি। মেয়র ফিরাদ হাকিম পূরকর্তাদের নিয়ে আজ উদ্বোধনের পরে ব্রিজটি ঘুরে দেখেন।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...